ভারতীয় ক্রিকেটে তোমার অবদান অপরিমেয়, ২০১১ বিশ্বকাপ জয় জীবনের সেরা মুহূর্ত, ধোনিকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট সচিনের
তাঁর এই ঘোষণায় ক্রিকেটপ্রেমীরা তো বটেই, একসময়ের সতীর্থরাও হতবাক হয়ে গিয়েছেন।
Your contribution to Indian cricket has been immense, @msdhoni. Winning the 2011 World Cup together has been the best moment of my life. Wishing you and your family all the very best for your 2nd innings. pic.twitter.com/5lRYyPFXcp
— Sachin Tendulkar (@sachin_rt) August 15, 2020
ধোনির অবসরের খবর পেয়ে দু’টি ট্যুইট করেন বীরেন্দ্র সহবাগ। প্রথম ট্যুইটে তিনি লেখেন, ‘ওর মতো একজন খেলোয়াড় পাওয়া অসম্ভব। এমএসের মতো কেউ নেই, কেউ ছিল না, কেউ হবেও না। খেলোয়াড় আসবে-যাবে, কিন্তু ওর মতো শান্ত কেউ হবে না। অনেক ক্রিকেটপ্রেমীর কাছেই পরিবারের লোকের মতো হয়ে উঠেছিল ধোনি। ওঁ ফিনিশায় নমঃ।’
To have a player like him,Mission Impossible. Na Koi Hai,Na Koi Tha, Na Koi Hoga MS ke jaisa. Players will come & go but there won’t be a calmer man like him. Dhoni with his connect with people having aspirations was like a family member to many cricket lovers. Om Finishaya Namah pic.twitter.com/glemkBUwWT
— Virender Sehwag (@virendersehwag) August 15, 2020
পরের ট্যুইটে সহবাগ লেখেন, ‘ক্রিকেটপ্রেমীরা এই স্বাধীনতা চাননি। অসংখ্য স্মৃতির জন্য ধন্যবাদ। দুর্দান্ত ও একইরকম অনুপ্রেরণামূলক ভবিষ্যতের জন্য শুভকামনা।’
Not an azaadi cricket lovers wanted from.
Thank you for the innumerable memories together and wish you a great and equally inspiring life ahead. https://t.co/WtT0Xd3A8H
— Virender Sehwag (@virendersehwag) August 15, 2020
শিখর ধবনের ট্যুইট, ‘অধিনায়ক, নেতা, কিংবদন্তী। দেশের জন্য যা করেছো, তার জন্য ধন্যবাদ মাহি ভাই।’
Captain. Leader. Legend. Thanks Mahi bhai for everything you have done for the country! 🇮🇳 #MSDhoni pic.twitter.com/IhcF6FAicL
— Shikhar Dhawan (@SDhawan25) August 15, 2020