এক্সপ্লোর
Advertisement
আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার, ২০০ ম্যাচ খেলে ফেললেন ধোনি
মোদির অধিনায়কত্বে সিএসকে আইপিএলের দ্বিতীয় সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি হয়েছে। সিএসকে এই মাপকাঠিতে পিছনে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মার দল মুম্বই ইন্ডিয়ান্স এপর্যন্ত মোট চারবার আইপিএল সেরা হয়েছে।
নয়াদিল্লি: ক্রিকেট কেরিয়ারে বহু রেকর্ডের মালিক মহেন্দ্র সিংহ ধোনির সাফল্যের মুকুটে নতুন পালক। ২০০৮ সালে শুরু হওয়া ২০ ওভারের ফর্ম্যাটের টুর্নামেন্ট আইপিএলে ২০০টি ম্যাচ খেলা হয়ে গেল তাঁর। নতুন রেকর্ড এটি। তিনিই প্রথম ক্রিকেটার যিনি ২০০টি ম্যাচ খেললেন।
শুরু থেকে এপর্যন্ত আইপিএলে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধিনায়ক তিনি। সোমবার চলতি আইপিএলে সোমবার রাজস্থান রয়্যালসের (আর আর) বিরুদ্ধে মাঠে নেমে ২০০তম ম্যাচ খেললেন মাহি।
ম্যাচ গড়াপেটার অভিযোগে বিতর্কে জড়িয়ে সিএসকে দু বছরের জন্য আইপিএলে নির্বাসিত হয়েছিল। ২০১৬, ২০১৭র আইপিএলে রাইজিং পুণে সুপারজায়েন্টের হয়ে খেলেছিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান ধোনি। এযাবত্ আইপিএলে তিনি ৪৫৬৮ রান করেছেন। তার মধ্যে ৩৯৯৪টি সিএসকের হয়ে। ২০১০, ২০১১, ২০১৮-তিনবার সিএসকে-কে চ্যাম্পিয়ন করেছেন তিনি।
মোদির অধিনায়কত্বে সিএসকে আইপিএলের দ্বিতীয় সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি হয়েছে। সিএসকে এই মাপকাঠিতে পিছনে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মার দল মুম্বই ইন্ডিয়ান্স এপর্যন্ত মোট চারবার আইপিএল সেরা হয়েছে।
ধোনির নেতৃত্বে সিএসকে দুর্দান্ত সাফল্য পেলেও তার রং এবার, ২০২০ সিজনে বেশ ফিকে দেখাচ্ছে। ধোনির অধিনায়কত্বের সেই বিচ্ছুরণ, চমক এবার যেন উধাও। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে সুরেশ রায়না, হরভজন সিংহের মতো গুরুত্বপূর্ণ সিএসকে তারকারা নিজেদের সরিয়ে নেওয়ায় ধোনির টিমকে চেনা চেহারায় দেখা যাচ্ছে না এখনও। এপর্যন্ত টুর্নামেন্টে খেলা ৯টি ম্যাচের মধ্যে ৬টিতে হেরেছেন ধোনিরা, জিতেছেন মাত্র তিনটিতে। শেষ ২২ সেপ্টেম্বর শারজায় যখন সিএসকে-আরআর মুখোমুখি হয়েছিল, স্টিভ স্মিথের গোলাপী বাহিনী ১৬রানে হারিয়েছিল হলুদ শিবিরকে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement