এক্সপ্লোর
Advertisement
টিম মিটিংয়ের ধার ধারেন না ধোনি, সহজাত প্রবৃত্তিতেই ভরসা রাখেন ধোনি: শ্রীনিবাসন
টিম মিটিংয়ের খুব একটা পরোয়া করেন না মহেন্দ্র সিংহ ধোনি। সহজাত প্রবৃত্তির ওপর তাঁর এতটাই আস্থা যে, চেন্নাই সুপার কিংসের ডেটা অ্যানালিসিস নিয়ে টিম মিটিং ছেড়ে বেরিয়ে যান ধোনি। এ কথা জানিয়েছেন প্রাক্তন বোর্ড সভাপতি এন শ্রীনিবাসন। তিনি ইন্ডিয়া সিমেন্টসের প্রধান।
নয়াদিল্লি: টিম মিটিংয়ের খুব একটা পরোয়া করেন না মহেন্দ্র সিংহ ধোনি। সহজাত প্রবৃত্তির ওপর তাঁর এতটাই আস্থা যে, চেন্নাই সুপার কিংসের ডেটা অ্যানালিসিস নিয়ে টিম মিটিং ছেড়ে বেরিয়ে যান ধোনি। এ কথা জানিয়েছেন প্রাক্তন বোর্ড সভাপতি এন শ্রীনিবাসন। তিনি ইন্ডিয়া সিমেন্টসের প্রধান। ইন্ডিয়া সিমেন্টসের মালিকানাধীন চেন্নাই সুপার কিংস। শ্রীনি জানিয়েছেন, একবার তো ধোনি সিএসকে-তে এক 'অসাধারণ প্লেয়ার'কে নিতেও অস্বীকার করেছিলেন। কারণ, সিএসকে অধিনায়ক মনে করেছিলেন, ওই খেলোয়াড় দলের বাঁধুনি ভেঙে দিতে পারেন।
একটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আয়োজিত ওয়েবিনারে শ্রীনি বলেছেন, সিএসকে-র টিম মিটিংগুলিতে বিপক্ষের ব্যাটসম্যানদের শক্তি-দুর্বলতা খতিয়ে দেখতে এবং কীভাবে তাঁদের আউট করা যায়, তার কৌশল স্থির করতে ভিডিও চালানো হত। ধোনি এসবে থাকেন না। সহজাত প্রবৃত্তি অনুসারেই চলেন তিনি। বোলিং কোচ, হেড কোচ স্টিফেন ফ্লেমিং থাকবেন, প্রত্যেকেই বিকল্পের কথা বলেন। কিন্তু ধোনি উঠে বেরিয়ে যাবেন।
বর্তমানে ম্যাচের আগে দলের বৈঠকে এ ধরনের ডেটা কতটা গুরুত্বপূর্ণ, সে বিষয়ে কথা বলেন শ্রীনি। কিন্তু একইসঙ্গে বলেন, সংখ্যা ও সহজাত প্রবৃত্তির মাঝখানে কোনও লাইন টেনে দেওয়া খুবই কঠিন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement