এক্সপ্লোর
Advertisement
দেখুন: ‘অদ্ভূত’ ছক্কা হাঁকানোর পর জাডেজার মাথায় ব্যাট দিয়ে চাপড়ে বাহবা জানালেন ধোনি
নাটকীয় ঘাতপ্রতিঘাতে ঠাসা সোওয়াই মান সিংহ স্টেডিয়ামের এই ম্যাচে অবশ্য কাপ্টেন কুলের মাথা গরম করে ফেলার ঘটনাও ঘটল। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে মাঠে ঢুকে পড়লেন তিনি। সেইসঙ্গে আরও একটি ঘটনা দর্শকদের নজর কেড়েছে।
জয়পুর: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের জয়ের ক্ষেত্রে ফের উজ্জ্বল অবদান রাখলেন মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দলের থেকে চার পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ধরে রাখল ধোনির দল। নাটকীয় ঘাতপ্রতিঘাতে ঠাসা সোওয়াই মান সিংহ স্টেডিয়ামের এই ম্যাচে অবশ্য কাপ্টেন কুলের মাথা গরম করে ফেলার ঘটনাও ঘটল। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে মাঠে ঢুকে পড়লেন তিনি। সেইসঙ্গে আরও একটি ঘটনা দর্শকদের নজর কেড়েছে। ওই ঘটনা অবশ্য ঘটেছে ধোনির মাথা গরম করে ফেলার আগে। সেই ঘটনা হল রবীন্দ্র জাডেজার অদ্ভূত ধরনের ছক্কা। সিএসকে-র অলরাউন্ডার সঠিকভাবে শট খেলেন। ব্যাট যথাযথভাবেই ব্যাটে লাগে। কিন্তু এরপরই মাটিতে পড়ে যান জাডেজা।
বল মাঠের বাইরে চলে যাওয়ার পরও জাডেজা মাটিতেই পড়ে থাকেন। সম্ভবত ভাবছিলেন, কীভাবে বল মাঠের বাইরে চলে গেল! নন স্ট্রাইকার প্রান্তে থাকা ধোনি ওই শটে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন। দলের তখন ওই ওভারবাউন্ডারি অত্যন্ত প্রয়োজনীয় ছিল। ধোনি এগিয়ে এসে জাডেজার হেলমেটে ব্যাট দিয়ে চাপড় মেরে বাহবা জানান।
আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ১০০ ম্যাচ জিতলেন ধোনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে গৌতম গম্ভীর। তিনি ধোনির চেয়ে ২৯ টি কম ম্যাচ জিতেছেন। এবারের আইপিএলে গত সাত ম্যাচে এই নিয়ে ছয়টি জিতল চেন্নাই।নাটকীয় শেষওভারে ১৮ রানের প্রয়োজন ছিল জয়ের জন্য। মিচেল স্যান্টনার শেষ বলে ছয় মেরে দলের জয় নিশ্চিত করেন। ধোনি ৪৩ বলে ৫৮ রান করেন। অম্বাতি রায়ডু ৪৭ বলে ৫৭ রান করেন। ১২ পয়েন্ট নিয়ে তালিকায় সবার ওপরে ধোনির দল। ছয় ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পঞ্জাবের পয়েন্টও একই।M25: RR vs CSK – Ravindra Jadeja Six https://t.co/fld9wJjl8P
— Dhiraj (@dhiraj349) April 11, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement