এক্সপ্লোর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর ভারতে দ্বিতীয় সর্বাধিক সমাদৃত ব্যক্তি মহেন্দ্র সিংহ ধোনি, বলছে সমীক্ষা
ভারতে মহিলাদের মধ্যে সবার আগে বক্সার এম সি মেরি কম।
নয়াদিল্লি: বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে। কিন্তু তাতেও জনপ্রিয়তা বিন্দুমাত্র কমছে না মহেন্দ্র সিংহ ধোনির। একটি সমীক্ষা অনুযায়ী, তিনিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর ভারতে দ্বিতীয় সর্বাধিক সমাদৃত ব্যক্তি। ভারত সহ ৪১টি দেশে এই সমীক্ষা চালানো হয়েছে। ৪২ হাজারেরও বেশি মানুষ ধোনিকে ভারতে দ্বিতীয় সর্বাধিক সমাদৃত ব্যক্তি হিসেবে বেছে নিয়েছেন।
এই সমীক্ষা অনুযায়ী, সারা বিশ্বে সবচেয়ে সমাদৃত পুরুষ ও মহিলা যথাক্রমে বিল গেটস ও মিশেল ওবামা। ভারতে পুরুষদের মধ্যে সবচেয়ে সমাদৃত প্রধানমন্ত্রী। ভারতে মহিলাদের মধ্যে সবার আগে বক্সার এম সি মেরি কম। সারা বিশ্বের পুরুষ ক্রীড়াবিদদের মধ্যে সবার আগে ধোনি। তিনি ৮.৫৮ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর পিছনে সচিন তেন্ডুলকর (৫.৮১ শতাংশ ভোট), বিরাট কোহলি (৪.৪৬ শতাংশ ভোট), ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (২.৯৫ শতাংশ ভোট) ও লিওনেল মেসি (২.৩২ শতাংশ ভোট)।
সারা বিশ্বের সবচেয়ে সমাদৃত পুরুষদের তালিকায় প্রথম ২০ জনের মধ্যে আছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান। মহিলাদের মধ্যে এই তালিকায় প্রথম ২৫ জনের মধ্যে একমাত্র ক্রীড়াবিদ হিসেবে আছেন মেরি কম। কিরণ বেদি, লতা মঙ্গেশকর, সুষমা স্বরাজ, দীপিকা পাড়ুকোনও এই তালিকায় আছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement