এক্সপ্লোর
ধোনি কখনওই তরুণদের পথে বাধা হয়ে দাঁড়াবেন না, বললেন বীরু

নয়াদিল্লি: রাজকোটে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে ভারতের হারের পর থেকেই কয়েকজন প্রাক্তন ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে প্রশ্ন তুলেছেন। ওই ম্যাচে ধোনি ৩৭ বলে ৪৯ রান করেন। কিন্তু তাতেও দল জয়ী হয়নি। কারণ, ধোনির ওই ইনিংসের মাঝপথেই কার্যত ভারতের হার নিশ্চিত হয়ে গিয়েছিল। এরপর থেকেই টি২০ দলে ধোনির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভিভিএস লক্ষ্মণ-অজিত আগারকরের মত প্রাক্তনরা। ধোনিকে টি২০ দল থেকে সরে দাঁড়িয়ে তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার পক্ষে সাওয়াল তুলেছেন লক্ষ্মণ। কিন্তু এই ইস্যুতে লক্ষ্ণণদের মন্তব্যের সঙ্গে একমত নন ধোনির প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র সহবাগ। প্রাক্তন বিধ্বংসী ওপেনার সাফ জানিয়ে দিলেন, ধোনি কখনওই কোনও তরুণ ক্রিকেটারের পথে বাধা হয়ে উঠবেন না। সঠিক সময়েই তিনি জায়গা ছেড়ে দেবেন। সহবাগ আরও বলেছেন, এই মুহূর্তে ভারতীয় দলে ধোনিকে প্রয়োজন, এমনকি টি ২০-তেও। উল্লেখ্য, বীরু এর আগে বলেছিলেন যে, ভারতীয় দলে এখনও ধোনির যোগ্য বিকল্প নেই। পাশাপাশি সহবাগ জাতীয় দলে ধোনিকে নিজের ভূমিকা বুঝে নেওয়ারও পরামর্শ দেন। বীরু বলেছেন, বড় লক্ষ্য তাড়া করতে নেমে রানের গতি বাড়াতে হবে ধোনিকে। প্রথম বল থেকেই রান করতে হবে তাঁকে। সহবাগ বলেছেন, প্রথম বল থেকেই ধোনিকে রান করতে হবে, টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাঁকে একথা বোঝানোর প্রয়োজন। সঙ্গে খোলা মনেও যাতে ওকে খেলতে পারে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। টিম ম্যানেজমেন্টকে বোঝাতে হবে যে ধোনি যদি আউটও হয়ে যান, তা হলেও পরের ম্যাচ থেকে তাঁকে আক্রমণাত্মকই খেলতে হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
পার্সোনাল ফিনান্স





















