এক্সপ্লোর
Advertisement
ধোনি আমাদের ভয় পাইয়ে দিয়েছিল, স্বীকারোক্তি বিরাটের
ম্যাচের পর ধোনির পাশাপাশি নিজের দলের বোলারদেরও প্রশংসা করেছেন বিরাট। বিশেষ করে তরুণ নবদীপ সাইনির প্রশংসা করেছেন আরসিবি অধিনায়ক।
বেঙ্গালুরু: টানটান উত্তেজনার ম্যাচে শেষপর্যন্ত জয় পেলেও, বিপক্ষের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মহাকাব্যিক ইনিংসের প্রশংসা করতে কসুর করছেন না বিরাট কোহলি। চেন্নাই সুপার কিংসকে হারানোর পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বলেছেন, ‘স্বল্প ব্যবধানে ম্যাচ জিতে ভাল লাগছে। আমরা স্বল্প ব্যবধানে দু’টি ম্যাচ হেরেছি। এম এস নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছে। ও আমাদের ভয় পাইয়ে দিয়েছিল। শেষ বলে জয় পাওয়ার পর আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’
গতকালের ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ছিল ২৬ রান। ধোনি ৪৮ বলে ৮৪ রানের অসামান্য ইনিংস খেললেও, দলকে জেতাতে পারেননি। এক রানে জয় পায় আরসিবি। ম্যাচের পর ধোনির পাশাপাশি নিজের দলের বোলারদেরও প্রশংসা করেছেন বিরাট। বিশেষ করে তরুণ নবদীপ সাইনির প্রশংসা করেছেন আরসিবি অধিনায়ক। তিনি বলেছেন, ‘সিএসকে-র মতো দলের বিরুদ্ধে আমাদের বোলাররা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। ১৯-তম ওভার পর্যন্ত আমাদের বোলারদের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। এই ধরনের পিচে শিশিরের মধ্যে ১৬০ রান করেও জয় পাওয়া কৃতিত্বের। আইপিএল-এ প্রথম মরসুমেই অসাধারণ বোলিং করছে সাইনি। আশা করি ও ফিট থাকবে এবং ভবিষ্যতে দ্রুতগতিতে বোলিং চালিয়ে যাবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement