এক্সপ্লোর
Advertisement
দেখুন মজাদার ভিডিও: মাঠেই ওয়াটসন ও তাহিরের ছেলের সঙ্গে খেলায় মাতলেন মাহি
গত শনিবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে চেন্নাইয়ের জয়ের পর দুই খুদের সঙ্গে দৌড়ের আনন্দে মাতলেন ধোনি। ভিডিওতে দেখা গেল, হঠাত্ করেই ফ্রেমের বাইরে থেকে ঢুকে পড়লেন তিনি আর দুই খুদের সঙ্গে দৌড়তে শুরু করলেন মাঠে।
চেন্নাই: মাঠে যে কোনও পরিস্থিতিতেই আবেগ নিয়ন্ত্রণে রাখেন মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে ক্যাপ্টেন কুল বলা হয়। তবে মাঠের বাইরে ধোনির অনেকটাই আলাদা। মাঝেমধ্যেই তাঁকে ক্যাপ্টেন কুলের বর্ম ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। এমনই একটি ঘটনা দেখা গেল গত শনিবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের দুই খেলোয়াড় ইমরান তাহির ও শেন ওয়াটসনের ছেলের সঙ্গে খেলায় মেতে উঠলেন মাহি। এই ঘটনার ভিডিও চেন্নাই সুপারকিংস তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছে।
Jr. #ParasakthiExpress and Jr. Watto having a sprint face-off and a lightning joins them! Priceless! @msdhoni #JustThalaThings #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/bIGEgedZYW
— Chennai Super Kings (@ChennaiIPL) April 6, 2019
গত শনিবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে চেন্নাইয়ের জয়ের পর দুই খুদের সঙ্গে দৌড়ের আনন্দে মাতলেন ধোনি। ভিডিওতে দেখা গেল, হঠাত্ করেই ফ্রেমের বাইরে থেকে ঢুকে পড়লেন তিনি আর দুই খুদের সঙ্গে দৌড়তে শুরু করলেন মাঠে। তারপর তাহিরের ছেলেকে কোলে তুলে ফিনিসিং লাইনে ফিরে এলেন। সিএসকে-র ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, তাহির ও ওয়াটসনের ছেলেরা নিজেদের মধ্যে দৌড়ের লড়াই করছিল। আর তাতে যোগ দিলেন লাইটনিং। অসাধারণ!
শিশুদের সঙ্গে ধোনি কতটা সাবলীল, তা সবাই জানেন। মেয়ে জিভার সঙ্গে ধোনির ভিডিও মাঝেমধ্যেই ভাইরাল হয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement