(Source: Matrize)
Ishan Kishan: কীভাবে বদলে গেল ঈশানের জীবন দর্শন? পন্থের সঙ্গে সম্পর্ক কেমন?
Team India News: ক্রিকেট সম্বন্ধে তার ধ্যান ধারণাটাই বদলে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। এমনটাই জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স দলের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষান।
রাঁচি: ক্রিকেট সম্বন্ধে তার ধ্যান ধারণাটাই বদলে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। এমনটাই জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স দলের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষান (Ishan Kishan)।
গত এক বছরে অবিশ্বাস্যভাবে উত্থান ঘটেছে ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটারেরা। ২০২১ সালেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ঈশানের। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি ভারতীয় দলের হয়ে খেলেছেন। আইপিএল ২০২২ সালেও তাঁকে সব চেয়ে বেশি টাকা দিয়েই ফের কিনেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স দল। ঈশান জানিয়েছেন, তাঁর কেরিয়ারে এই প্রত্যাবর্তন সম্ভবই হত না, যদি না তিনি সঠিক সময়তে বিরাট, রোহিতদের পরামর্শ পেতেন।
বিরাট, রোহিতদের পরামর্শ ক্রিকেট সম্বন্ধে তাঁর ধারণাটাই বদলে দিয়েছে বলে জানিয়েছেন ঈশান কিষান। মুম্বই দলের হয়ে ওপেনার হিসেবে সাফল্য পাওয়ায় পরে তিনি ভারতীয় টি-টোয়েন্টি দলের হয়েও ওপেন করেছিলেন ব্যাটিং। নিজের আশা আকাঙ্ক্ষা নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন 'প্রথম প্রথম আমি ভাবতাম আমার কেরিয়ারে কিছু না কিছু ভাল হবেই। ব্যস খেলাটা চালিয়ে যাও, রানটা করে যাও ভাল কিছু হবেই। তবে পরে আমার ধ্যান ধারণা বদলে যায়।'
ঈশান যোগ করেছেন, 'আমি যখন বিরাট ভাই, রোহিত ভাইদের দিকে তাকাই যখন দেখি তারা যোগ্যতার যে মাপকাঠি তৈরি করেছে আমি সেই জায়গাটাতেই যেতে চাই। আমি ওদের মতো নিষ্ঠাবান হতে চাই। আমি ওদের অনুসরণ করতে চাই। আমার এখনও মনে আছে বিরাট ভাই আমাকে বলেছিল কেরিয়ারে সাফল্য পেতে আমার পছন্দের ১০ টার মধ্যে ৭ জিনিস আমাকে ত্যাগ করতে হবে।'
জাতীয় দলের প্রথম পছন্দের উইকেটকিপার ঋষভ পন্থের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে বলেও জানিয়েছেন ঈশান। বলেছেন, ‘ঋষভ আর আমি খুব ভালো বন্ধু। যখনই আমরা একসঙ্গে থাকি অনেক আড্ডা মারি। অবসর সময় পেলেই আমরা একসঙ্গে সিনেমা দেখি। ক্রিকেট নিয়েও আমাদের দু’জনের মধ্যে অনেক আড্ডা হয়। এর চেয়ে ভালো সম্পর্ক আর কী হতে পারে। আমার মনের অবস্থা ওর সঙ্গে শেয়ার করি। ওর ক্ষেত্রেও তাই। কখনও মনের মধ্যে এটা আসে না যে, আমি ওর জায়গায় খেলব। আমি নিশ্চিত, ওর মনেও এই চিন্তা ঘুরপাক খায় না। আর এটাই আমাদের দু’জনের বন্ধুত্বের রসায়ন।’