(Source: ECI/ABP News/ABP Majha)
১০ রানে ৮ উইকেট! ‘লিস্ট-এ’ ম্যাচে বোলিংয়ের বিশ্বরেকর্ড গড়লেন ঝাড়খণ্ডের স্পিনার নাদিম
চেন্নাই: লিস্ট-এ (ঘরোয়া একদিনের ম্যাচ) ক্রিকেটের দু’দশক পুরনো বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন শাহবাজ নাদিম। ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হজারে ট্রফিতে রাজস্থানের বিরুদ্ধে ১০ রানের বিনিময়ে ৮ উইকেট তুলে নিয়ে অবিশ্বাস্য কীর্তি গড়লেন ঝাড়খণ্ডের এই স্পিনার।
বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন বাঁহাতি নাদিম। নাদিমের বোলিং পরিসংখ্যান ছিল ১০-৪-১০-৮। এর মধ্যে রয়েছে হ্যাটট্রিকও। তাঁর এই বিধ্বংসী স্পেলের দৌলতে মাত্র ২৮.৩ ওভারে ৭৩ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস।
এদিন নাদিম যাঁর রেকর্ড ভেঙেছেন, কাকতালীয়ভাবে তিনিও ভারতীয়। ১৯৯৭-৯৮ মরশুমে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ১৫ রানের বিনিময়ে ৮ উইকেট নিয়েছিলেন দিল্লির প্রাক্তন স্পিনার রাহুল সাঙ্ঘভি।RECORD ALERT: 10-4-10-8 Jharkhand's Shahbaz Nadeem now holds the record for best figures registered in List A Cricket. He picked 8 wickets against Rajasthan. Rahul Sanghvi (8/15) held the previous record. Details - https://t.co/HzgWSpSwc1 pic.twitter.com/rofaRWgjWn
— BCCI Domestic (@BCCIdomestic) September 20, 2018
নাদিম জানান, এশিয়া কাপের প্রস্তুতি-পর্বে ভারতীয় দলের প্রথম সারির ব্যাটসম্যানদের বিরুদ্ধে নেটে বল করার ফলে, তাঁর প্রভূত উন্নতি হয়েছে। একইসঙ্গে পেয়েছেন বাড়তি আত্মবিশ্বাসও। বলেন, নেটে জাতীয় দলের ব্যাটসম্যানদের বল করাটা ভীষণভাবে সাহায্য করেছে।
২৯ বছরের এই স্পিনার এখনও পর্যন্ত ৯৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৭৫টি উইকেট নিয়েছেন। পাশাপাশি লিস্ট-এ পর্যায়ে ৮৭ ম্যাচে ১২৪টি এবং ১০৯ টি-২০ ম্যাচে ৮৯টি উইকেট দখল করেছেন।