এক্সপ্লোর
নাসিম শাহ কি ভবিষ্যতের ‘আখতার’? কী বলছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস
আখতারকে জিজ্ঞেস করা হয়েছিল, পাকিস্তানের বর্তমান প্রজন্ম থেকে কাউকে তাঁর নতুন বলের পার্টনার বেছে নিতে বলা হলে কার নাম করবেন। প্রাক্তন স্পিডস্টার নাসিমকে বেছে নেন।

রাওয়ালপিণ্ডি: তাঁকে বিশ্বের সর্বকালের দ্রুততম ফাস্টবোলার বলা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ গতির বলটি বেরিয়েছিল তাঁর হাত থেকেই। সেই শোয়েব আখতার জানালেন, তাঁর শূন্যস্থান পূরণ করতে পারেন পাকিস্তানের উদীয়মান তারকা নাসিম শাহ! রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেছেন, ‘পাকিস্তানের এখনকার বোলারদের মধ্যে নাসিম শাহ আমার মতো বল করতে পারে। একইরকম আবেগ রয়েছে ওর। একইরকম আগ্রাসী। আমি আর ও একসঙ্গে দারুণ জুটি হয়ে উঠতে পারতাম।’ আখতারকে জিজ্ঞেস করা হয়েছিল, পাকিস্তানের বর্তমান প্রজন্ম থেকে কাউকে তাঁর নতুন বলের পার্টনার বেছে নিতে বলা হলে কার নাম করবেন। প্রাক্তন স্পিডস্টার নাসিমকে বেছে নেন। নাসিম সর্বকনিষ্ঠ হিসাবে টেস্টে হ্যাটট্রিকের নজির গড়েছিলেন। আখতারের কথা শুনে তিনি আপ্লুত। নাসিম বলেছেন, ‘প্রথমে ওয়াসিম আক্রমের পর এবার শোয়েব আখতারের প্রশংসা। আমি খুব খুশি। এঁরাই আমার আদর্শ ছিল। আমি শোয়েব ভাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি মনে করি আগ্রাসী মনোভাবই একজন পেসারের সাফল্যের মূলধন।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















