Neeraj Chopra: প্যারিসেও কি সোনা আসছে? আজ জ্যাভলিনের ফাইনালে নীরজ কখন নামবেন, জানেন তো?
Paris Olympics 2024: ফাইনালের যোগ্যতা নির্ণায়ক পর্বে ৮৯.৩৪ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন নীরজ। প্রথমবার জ্যাভলিন থ্রাে করেই ফাইনালের টিকিট পাকা করে নিয়েছিলেন ভারতের তরুণ জ্যাভলিন থ্রোয়ার।
প্যারিস: অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে আজ ফের নামছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2024) জ্যাভলিনের ফাইনালে সোনা জিতেছিলেন। এবার প্যারিস অলিম্পিক্সেও সোনা জয়ের লক্ষ্যে আজ নামছেন পানিপথের তরুণ। ফাইনালের যোগ্যতা নির্ণায়ক পর্বে ৮৯.৩৪ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন নীরজ। প্রথমবার জ্যাভলিন থ্রাে করেই ফাইনালের টিকিট পাকা করে নিয়েছিলেন ভারতের তরুণ জ্যাভলিন থ্রোয়ার। আজ ফাইনালেও সেই জায়গাটা ধরে রাখলে সোনা কিন্তু ফের আসছে।
আজ জ্য়াভলিনের ফাইনালে কে খেলবেন?
আজ নীরজ চোপড়া অলিম্পিক্সের ফাইনাল খেলবেন
কোথায় ম্যাচ?
প্যারিস অলিম্পিক্সের জ্যাভলিনের ফাইনাল খেলা হবে
কখন শুরু?
ম্যাচ শুরু ভারতীয় সময় আজ বৃহস্পতিবার রাত ১১.৫৫-তে
কোথায় দেখবেন ম্যাচ?
সোনি স্পোর্টস নেটওয়ার্কে খেলা হবে জ্যাভলিনের ফাইনাল ম্য়াচটি
অনলাইনে কীভাবে দেখবেন ম্য়াচ?
জিও সিনেমায় অনলাইনে এই ম্য়াচটি দেখা যাবে
View this post on Instagram
যোগ্যতা নির্ণায়ক পর্বে ৮৪ মিটার দূরত্ব অতিক্রম করতে হত। প্রথম পদক্ষেপেই তা পূরণ করে ফেলেন নীরজ। ফাইনালে অবশ্য কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পানিপথের তরুণকে। ২০২০ টোকিও অলিম্পিক্সে রুপোজয়ী জার্মানির জুলিয়ান ওয়েবার আছেন ফাইনালে। এমনকী চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভেডলেচ ও গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স আছেন ফাইনালে। ফাইনালের আগে নীরজ বলেছেন, ''কোয়ালিফায়ার্সে শীর্ষে থেকে শেষ করেছিলাম। কিন্তু তা ভেবে লাভ নেই। ফাইনালে সবার মানসিকতা অন্যরকম হয়। এখানে লড়াইটা আসল। আমাকে মাথা ঠাণ্ডা রাখতে হবে।''
এদিকে, কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের আমন শেরাওয়াত। বৃহস্পতিবার পরপর দুই ম্যাচ জিতলেন আমন। সবচেয়ে বড় কথা, তিনি প্রতিপক্ষদের দাঁড়াতেই দিলেন না। টেকনিক্যাল সুপিরিওরিটির জন্য পুরো ম্যাচ শেষ করতেই দেওয়া হল না।বৃহস্পতিবার প্রথম ম্যাচে পুরুষদের ৫৭ কেজি বিভাগে পঞ্চম বাছাই আমনের প্রতিপক্ষ ছিলেন নর্থ ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির এগোরভ (Vladimir Egorov)। সেই ম্যাচে প্রথম রাউন্ডে ৪-০ পয়েন্টে এগিয়ে যান আমন। দ্বিতীয় পর্বে ১০-০ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন আমন। সেই সময় টেকনিক্যাল সুপিরিওরিটির কারণে ম্যাচে আমনকে জয়ী ঘোষণা করা হয়। পুরুষদের ফ্রি স্টাইল কুস্তিতে ৫৭ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান আমন। বৃহস্পতিবার রাতেই সেমিফাইনালে নামছেন আমন। ভারতীয় সময় রাত ৯.৪৫ মিনিটে হবে তাঁর ম্যাচ। সেই ম্যাচে জিতে ফাইনালের টিকিট পেলেই পদক নিশ্চিত হয়ে যাবে আমনের।