এক্সপ্লোর
Advertisement
নিউজিল্যান্ড শিবিরে বড়সড় ধাক্কা, চোটের জন্য ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন সাউদি
নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। চোটের জন্য সিরিজ থেকেই ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অন্যতম সেরা বোলার টিম সাউদি। তাঁর জায়গায় দলে ডাকা হয়েছে পেসার ম্যাট হেনরিকে।
বাঁ পায়ের গোড়ালিতে যন্ত্রনার কারনে তাঁকে ভারতের বিরুদ্ধে সিরিজে বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ।
টেস্টে সিরিজ থেকে ছিটকে গেলেও ১৬ অক্টোবর ধর্মশালাতে শুরু একদিনের সিরিজের দলে তাঁর ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
কিউই কোচ মাইক হেসন বলেছেন, টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে প্রচুর পরিশ্রম করেছে সাউদি। সেজন্য সিরিজ থেকে ছিটকে গিয়ে ও খুবই হতাশ। ওকে আগামী ৭-১০ দিন বিশ্রাম দেওয়া হবে। এরপর ফিট হয়ে ও একদিনের দলে ফিরে আসতে পারে কিনা, সেই দিকেই তাকিয়ে রয়েছে দল।
উল্লেখ্য, কিউই দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার সাউদি। ৫২ টি টেস্ট খেলে তাঁর দখলে রয়েছে ১৭৭ উইকেট। সাউদির পর দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার ট্রেন্ট বোল্ট। তিনি ৪৩ টি টেস্ট খেলেছেন।
সাউদির জায়গায় দলে এসেছেন হেনরি। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। এখনও পর্যন্ত ৪ টেস্ট খেলে ১০ উইকেট সংগ্রহ করেছেন ২৪ বছরের হেনরি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement