এক্সপ্লোর
Advertisement
প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার সুযোগ কোহলিদের, ১২ বছর পর ঘরের মাঠে লজ্জার সামনে নিউজিল্যান্ড
রবিবার জিততে পারলে সেটা হবে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে ভারতের অষ্টমবারের জন্য হোয়াইটওয়াশের ঘটনা।
মাউন্ট মাউনগানুই: পরপর দু ম্যাচ সুপার ওভারে জেতার পর আত্মবিশ্বাসে টগবগ করছে ভারতীয় শিবির। রবিবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বিরাট কোহলি ব্রিগেড। কিউয়িদের হোয়াইটওয়াশ করার সুযোগ ভারতের সামনে। আর নিউজিল্যান্ডের লড়াই লজ্জা এড়ানোর। ১২ বছর পর ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে কিউয়িরা। ২০০৮ সালে শেষবার ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা হজম করতে হয়েছিল ব্ল্যাক ক্যাপসদের। ইংল্যান্ডের বিরুদ্ধে সেবার সিরিজ হেরেছিল নিউজিল্যান্ড।
এমনিতে মাউন্ট মাউনগানুইয়ে বড় রানের ম্যাচ হয়। এই মাঠে প্রথমে ব্যাট করা দলের গড় স্কোর ১৯৯। রবিবার এখানেই মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। ফের বড় রানের দ্বৈরথ অপেক্ষা করে রয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের। তবে এই মাঠে এর আগে কখনও খেলেনি ভারত। এটাই হবে মাউন্ট মাউনগানুইয়ে ভারতের প্রথম ম্যাচ। নিউজিল্যান্ড আবার এই কেন্দ্রে ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪টি জিতেছে। একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল। পরাজয় মাত্র একটি ম্যাচে।
টি-টোয়েন্টিতে মুখোমুখি দ্বৈরথে এখনও ভারতের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে মোট ১৫ বার মুখোমুখি হয়ে ৮টি ম্যাচে জিতেছে নিউজিল্যান্ড। তবে ফর্মের বিচারে এগিয়ে ভারত। শেষ ৮টি টি-টোয়েন্টি ম্যাচে অপরাজিত ভারতীয় দল।
রবিবার জিততে পারলে সেটা হবে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে ভারতের অষ্টমবারের জন্য হোয়াইটওয়াশের ঘটনা।
এই ম্যাচে খেললে তা হবে রস টেলরের একশোতম টি-টোয়েন্টি ম্যাচ। মহেন্দ্র সিংহ ধোনিকে (৯৮টি ম্যাচ) আগেই পেরিয়ে গিয়েছেন। রবিবার তিনি পেরিয়ে যাবেন শাহিদ আফ্রিদিকে (৯৯)। টি-টোয়েন্টিতে ম্যাচের সংখ্যায় টেলরের সামনে শুধু রোহিত শর্মা (১০৭) ও শোয়েব মালিক (১১৩)।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement