এক্সপ্লোর
Advertisement
অলিম্পিক ফাইনালে ব্রাজিল-জার্মানি দ্বৈরথের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা
রিও ডি জেনেইরো: চোটের জন্য ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে খেলতে পারেননি নেইমার। ব্রাজিলের ফুটবলের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক ছিল সেই ম্যাচ। জার্মানির কাছে ১-৭ গোলে হেরে গিয়েছিল ব্রাজিল। দু বছর আগের সেই হারের বদলা কি এবার অলিম্পিকে নিতে পারবেন নেইমার? সেই সম্ভাবনা ভালই রয়েছে। ব্রাজিল ও জার্মানি রিও অলিম্পিকে পুরুষদের ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে। দু দলই জিতলে ফাইনালে জার্মানির বিরুদ্ধে খেলতে নামবেন নেইমার।
সেমিফাইনালে নামার আগেই অবশ্য কলম্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের বদলা নেওয়া হয়ে গিয়েছে নেইমারের। ঘরের মাঠে দু বছর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার জুনিগার কড়া ট্যাকলে মারাত্মক চোট পেয়ে ছিটকে যান নেইমার। অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে সেই কলম্বিয়ার বিরুদ্ধেই নিজে গোল করে দলকে ২-০ জিতিয়ে সেমিফাইনালে তুলেছেন ব্রাজিলের অধিনায়ক। ম্যাচের ১২ মিনিটেই ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করেন নেইমার। অলিম্পিকের আসরে এটাই তাঁর প্রথম গোল। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান লুয়ান।
সেমিফাইনালে হন্ডুরাসের বিরুদ্ধে খেলবে ব্রাজিল। অন্যদিকে, পর্তুগালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে ওঠা জার্মানি মুখোমুখি হবে নাইজেরিয়ার। ফুটবলপ্রেমীরা চাইছেন, ব্রাজিল ও জার্মানি সেমিফাইনালে জিতে যাক। তাহলে বিশ্বকাপের মতোই অলিম্পিক ফাইনালও উত্তেজক হয়ে উঠবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement