এক্সপ্লোর
Advertisement
নিদাহাস ট্রফি: যুবরাজকে পিছনে ফেললেন রোহিত শর্মা
নয়াদিল্লি: বাংলাদেশকে হারিয়ে ত্রিদেশীয় নিদাহাস ট্রফির ফাইনালে পৌঁছেছে রোহিত শর্মার ভারত। গতকাল ফর্মে ফিরে রোহিতের চোখজুড়ানো ৮৯ রানের ইনিংসে ভর করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে তোলে ৩ উইকেটে ১৭৬ রান। প্রেমদাসা স্টেডিয়ামে রোহিতের ৬১ বলের ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি। এই ইনিংসে টি ২০ আন্তর্জাতিকে একটি রেকর্ডের ক্ষেত্রে যুবরাজ সিংহকে পিছনে ফেললেন ভারতের হিটম্যান। ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি ২০-তে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড পকেটে এল তাঁর।
বাংলাদেশের বিরুদ্ধে ৫ টি ওভারবাউন্ডারির সুবাদে তাঁর ছক্কার সংখ্যা বেড়ে হল ৭৫। এক্ষেত্রে তিনি যুবরাজের ৭৪ ছক্কার রেকর্ড ভাঙলেন।
টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড যৌথভাবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের মার্টিন গুপ্তিলের দখলে। তাঁদের উভয়েই ১০৩ টি ছক্কা মেরেছেন। তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকুলাম (৯১ ছক্কা)। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে দুই অসি ব্যাটসম্যান শেন ওয়াটসন (৮৩ ছক্কা) এবং ডেভিড ওয়ার্নার (৭৯ ছক্কা)।
ষষ্ঠ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কলিন মুনরো (৭৮) এবং ইংল্যান্ডের ইওইন মর্গ্যান (৭৬)। তাঁদের পরে অষ্টম স্থানে রোহিত।
গতকাল রোহিত টি ২০ তে তাঁর ১৩ তম হাফসেঞ্চুরি করেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement