এক্সপ্লোর
Advertisement
এবারের বিশ্বকাপে লড়াই সবচেয়ে কঠিন, সেরা ক্রিকেট খেলতে হবে, ইংল্যান্ড রওনা হওয়ার আগে মন্তব্য বিরাটের
ভারতীয় দলের প্রথম চার ম্যাচের বিষয়ে বিরাট বলেছেন, প্রথম ম্যাচ থেকেই সবাইকে সেরা ক্রিকেট খেলতে হবে। আত্মতুষ্টির কোনও জায়গা নেই।
মুম্বই: এবারের বিশ্বকাপ সবচেয়ে চ্যালেঞ্জিং বলেই মনে করছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে, সব দলই কঠিন প্রতিপক্ষ হওয়ায় এবার হাঁফ ছাড়ার কোনও জায়গা নেই। প্রথম বল থেকেই কঠিন লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে।
ইংল্যান্ডে রওনা হওয়ার আগে আজ শেষ সাংবাদিক বৈঠকে বিরাট বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয়, এবারই সবচেয়ে চ্যালেঞ্জিং বিশ্বকাপ হবে। কারণ, রাউন্ড রবিন লিগে সব দলই একে অপরের বিরুদ্ধে খেলবে এবং সব দলই শক্তিশালী। ২০১৫ সালের তুলনায় আফগানিস্তান দল এখন সম্পূর্ণ বদলে গিয়েছে। যে কোনও দল যে কাউকে হারিয়ে দিতে পারে। এটা আমাদের মাথায় আছে। এবার গ্রুপের কোনও ব্যাপার নেই। তাই সব ম্যাচেই সেরা ক্রিকেট খেলতে হবে। সবার সঙ্গে খেলা ভাল ব্যাপার। এটা অন্যরকম চ্যালেঞ্জের হবে। সব দলকেই দ্রুত মানিয়ে নিতে হবে।’
ভারতীয় দলের প্রথম চার ম্যাচের বিষয়ে বিরাট বলেছেন, ‘প্রথম ম্যাচ থেকেই সবাইকে সেরা ক্রিকেট খেলতে হবে। আত্মতুষ্টির কোনও জায়গা নেই। সেই কারণেই এটা বিশ্বকাপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। আমরা মাঠে নামার প্রথম মুহূর্ত থেকেই চাপে থাকব বলে মনে করছি। ইংলিশ প্রিমিয়ার লিগ বা লা লিগার প্রথমসারির ক্লাবগুলি তিন-চার মাস ধরে কঠিন লড়াই করে। তাহলে আমরা সেটা পারব না কেন?’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement