এক্সপ্লোর
Advertisement
অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের টি-২০ দলে হাফিজ, শোয়েবকে ফেরানো যাবে না, বাবরকে জানিয়ে দিল পিসিবি
সূত্রের খবর, পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবা-উল-হকের সঙ্গেও হাফিজ ও শোয়েবকে দলে ফেরানোর বিষয়ে আলোচনা করেন বাবর।
করাচি: পাকিস্তানের টি-২০ দলের নয়া অধিনায়ক বাবর আজম অস্ট্রেলিয়া সফরে মহম্মদ হাফিজ ও শোয়েব মালিককে চাইলেও, সেই প্রস্তাব খারিজ করে দিল পিসিবি। বাবরকে জানিয়ে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট দুই ক্রিকেটারকে দলে ফেরানো যাবে না। ফলে পাকিস্তানের দল বাছাইয়ের ক্ষেত্রে অধিনায়কের মতামতের কতটুকু গুরুত্ব রয়েছে, সেই প্রশ্ন উঠে গিয়েছে।
সূত্রের খবর, পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবা-উল-হকের সঙ্গেও হাফিজ ও শোয়েবকে দলে ফেরানোর বিষয়ে আলোচনা করেন বাবর। মিসবাও তাঁর সঙ্গে একমত হন। কিন্তু পিসিবি বেঁকে বসায় পাকিস্তানের অধিনায়ক ও কোচের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না।
এ বিষয়ে বাবর জানিয়েছেন, ‘আমি দল গঠনের বিষয়ে মতামত জানিয়েছিলাম। আমার মনে হয়েছিল, কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে দলে নেওয়া প্রয়োজন। কিন্তু তাঁদের নেওয়া-না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।’
সম্প্রতি বাবর জানিয়েছেন, তিনি ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও ভারতের অধিনায়ক বিরাট কোহলির মতো করে দল পরিচালনা করতে চান। কিন্তু দল গঠনের বিষয়েই স্বাধীনতা পাচ্ছেন না তিনি। ফলে দলকে তিনি কতটা সাফল্য এনে দিতে পারবেন, সে বিষয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement