এক্সপ্লোর
সৌরভের স্বপ্নের আইপিএল দলে ধোনির বদলে ঋসভ পন্ত

কলকাতা: নিজের অবস্থানে অনড় থাকেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কোনও বিষয়ে নিজের মতামত ব্যক্ত করতে কোনওভাবেই পিছু হঠেন না তিনি। কিছুদিন আগেই তিনি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সেরা টি-২০ ক্রিকেটার কিনা, সেই প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, ধোনি ওয়ান ডে গ্রেট, কিন্তু টি২০-র সেরাদের মধ্যে তাঁকে রাখা মুশকিল। এক্ষেত্রে তাঁর বক্তব্য ছিল, আমি নিশ্চিত নই ধোনি ভাল টি ২০ প্লেয়ার কিনা । ও একদিনের ক্রিকেটের চ্যাম্পিয়ন প্লেয়ার। কিন্তু টি ২০র ক্ষেত্রে ধোনি গত ১০ বছরে ও মাত্র একটিই হাফ সেঞ্চুরি করতে পেরেছে। তা খুব একটা ভালো রেকর্ড নয়। তাঁর এই মন্তব্য ধোনি অনুরাগীরা খুব একটা ভালোভাবে নেননি। কিন্তু এরপরও নিজের অবস্থানে অনড় সৌরভ। তাঁর পছন্দের সেরা আইপিএল দলে ঠাঁই হল না ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ধোনির। সৌরভের পছন্দের তালিকায় উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে রয়েছেন দিল্লি ডেয়ারডেভিলসের ঋসভ পন্ত। তাঁর দলের অধিনায়ক রাইজিং পুনে সুপারজায়েন্টসের স্টিভ স্মিথ। উল্লেখ্য, পুনে ধোনিকে সরিয়ে স্মিথকে এবার অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিল। এ বারের আইপিএল-এ সৌরভের স্বপ্নের একাদশে রয়েছেন বিরাট কোহালি, গৌতম গম্ভীর, স্টিভ স্মিথ, এবি ডে ভিলিয়ার্স, নীতীশ রানা, মনীশ পাণ্ড্য, ঋষভ পন্থ, সুনীল নারিন, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার, ক্রিস মরিস।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















