এক্সপ্লোর
Advertisement
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের প্রথম একাদশে না থাকার খবর পেয়েছেন মাঠে পৌঁছে, জানালেন ঋদ্ধিমান
দেশে ফিরে পুত্রসন্তানের বাবা হয়েছেন ঋদ্ধিমান। খেলেছেন বাংলার হয়ে রঞ্জি ফাইনাল। তারপরকই বিস্ফোরক বঙ্গ উইকেটকিপার।
কলকাতা: তিনি এই মুহূর্তে বিশ্বের সেরা উইকেটকিপার। একাধিকবার তাঁর শ্রেষ্ঠত্বের প্রশংসা শোনা গিয়েছে অধিনায়ক বিরাট কোহলি, কোচ রবি শাস্ত্রীর মুখে। তবু, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি ঋদ্ধিমান সাহার। তাঁর পরিবর্তে খেলেছেন ঋষভ পন্থ।
দেশে ফিরে পুত্রসন্তানের বাবা হয়েছেন ঋদ্ধিমান। খেলেছেন বাংলার হয়ে রঞ্জি ফাইনাল। তারপরকই বিস্ফোরক বঙ্গ উইকেটকিপার। কিছুটা স্বভাববিরুদ্ধভাবেই। ঋদ্ধিমান জানালেন, প্রথম একাদশ থেকে বাদ পড়া নিয়ে তাঁকে দল থেকে আগাম কিছু জানানো হত না। তিনি খবর পেতেন মাঠে পৌঁছে!
ঋদ্ধিমান বলেছেন, ‘সাধারণত প্রত্যেক ক্রিকেটার দল জানতে পারে ম্যাচের আগে ব্যাটিং অর্ডার সাজানোর সময়। তবে আমি যে খেলছি না সেটা জানতে পারতাম মাঠে পৌঁছে।’
ঋদ্ধিমান যোগ করেছেন, ‘মানসিকভাবে হয়তো চাপ নয় কারণ আমি দলের অংশই ছিলাম। পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করে টিম ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে। তবে হ্যাঁ, যেহেতু আগের টেস্ট সিরিজটা খেলেছিলাম তাই একটা আশা তো থাকেই। আমাকে এখনও পর্যন্ত (বাদ পড়া নিয়ে) ব্যক্তিগতভাবে কিছু জানানো হয়নি।’
তবে ঋদ্ধি দলের পাশেই দাঁড়িয়েছেন। বলেছেন, ‘সবার আগে দলকে রাখি আমি। ব্যক্তিগত পছন্দ পরে। দল যদি মনে করে যে ঋষভ খেলবে, আমার মেনে নিতে কোনও সমস্যা নেই কারণ সর্বোপরি আমিও চাই দল জিতুক।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement