Novak Djokovic: যুক্তরাষ্ট্র ওপেনের সেমিতে জোকার, রজারকে টেক্কা দিয়ে গড়লেন নতুন রেকর্ড
US Open 2025: ২৫ তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে এগােচ্ছেন জোকার। শেষ আটের লড়াইয়ে এবার জোকারের প্রতিপক্ষ হতে চলেছেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই টেলর ফ্রিৎজ।

যুক্তরাষ্ট্র: আটত্রিশ পেরিয়েও রেকর্ড গড়েই চলেছেন নোভাক জকোভিচ। চলতি বছর যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সার্বিয়ান টেনিস তারকা। আর তার সঙ্গে সঙ্গেই কিংবদন্তি রজার ফেডেরারকে টেক্কা দিয়ে দিলেন জোকার। জিন লেনার্ড স্ট্রাফকে শেষ ষোলোর লড়াইয়ে হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেনের শেষ আটে পৌঁছে গেলেন জোকার।
View this post on Instagram
চলতি বছরের উইম্বলডনের সেমিতে উঠেছিলেন নোভাক জকোভিচ। চার সেটের লড়াইয়ে ইতালির ফ্ল্যাভিও কাবোলিকে হারিয়ে দিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে। ৩ ঘণ্টা ১১ মিনিটের লড়াইয়ে জোকার ইতালির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেন জোকার ৬-৭ (৬-৮), ৬-২, ৭-৫, ৬-৪ ব্যবধানে। সেন্টার কোর্টে জয় ছিনিয়ে নিয়েছেন। এই জয়ের সঙ্গে সঙ্গে গ্র্যান্ডস্লামের ইতিহাসে সর্বাধিক সেমিফাইনাল খেলার নজির গড়া ক্রিস এভার্টকে ছুঁয়ে ফেলেছিলেন জোকার। ওপেন এরাতে ৫২ বার গ্র্যান্ডস্লামের সেমিতে জায়গা করেছেন দুজনেই। যদিও সেমিতে স্বপ্নভঙ্গ হয় জোকারের।






















