Ind vs Pak: তোমার উপদেশ মেনে সব কিছু ঠান্ডা করে দিয়েছি, ভারত জিততেই শোয়েবকে মোক্ষম জবাব সচিনের
ODI World Cup 2023: কেউ কি ভাবতে পেরেছিলেন যে, ১১৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেবে ভারত? চিরপ্রতিদ্বন্দ্বীকে দুরমুশ করে ৭ উইকেটে জিতে মাঠ ছাড়বেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা?
আমদাবাদ: দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) অন্যতম ফেভারিট হিসাবেই টুর্নামেন্ট শুরু করেছিল ভারতীয় দল। অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে পরপর ২ ম্যাচে হারিয়ে টগবগ করছিল রোহিত ব্রিগেড। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও ভারতকে এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা (Ind vs Pak)।
কিন্তু কেউ কি ভাবতে পেরেছিলেন যে, ১১৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেবে ভারত? চিরপ্রতিদ্বন্দ্বীকে দুরমুশ করে ৭ উইকেটে জিতে মাঠ ছাড়বেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা?
নরেন্দ্র মোদি-অমিত শাহর শহরে পাকিস্তানকে লজ্জার পরাজয় উপহার দেওয়ার পর ভারতীয় দলকে ঘিরে উচ্ছ্বাস। সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনবার্তার প্লাবন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্ট, 'গোটা ম্যাচ জুড়ে শুধু ভারত। অসাধারণ খেলে আমদাবাদে জিতেছে। অভিনন্দন। বাকি ম্যাচগুলির জন্য শুভেচ্ছা রইল।'
Team India all the way!
— Narendra Modi (@narendramodi) October 14, 2023
A great win today in Ahmedabad, powered by all round excellence.
Congratulations to the team and best wishes for the matches ahead.
ম্য়াচ শেষ হতেই বীরেন্দ্র সহবাগ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'তছনছ করে দিল। পাকিস্তানিদের দুরমুশ করে দিল একেবারে। ৭২ ওভারই ম্যাচের ফলাফলের জন্য যথেষ্ট ছিল। অসাধারণ জয়। রোহিত দর্শনীয়। বুমরা ও কুলদীপ অসাধারণ। এই জয় অনেকদিন মনে থাকবে। ভারত মাতা কী জয়।'
Demolition Pro Max. Completely owned the Pakistanis. 72 overs were enough for a result and what a win.
— Virender Sehwag (@virendersehwag) October 14, 2023
Rohit spectacular, Bumrah ,Kuldeep outstanding and a win to cherish.
Bharat Mata Ki Jai pic.twitter.com/ktwJuvNqdV
প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর একটি মজার ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, একজন ব্যাটারের দিকে আতশবাজিকে বলের মতো করে ছোড়া হচ্ছে। ব্যাটারের শট সেই বোলারের গায়ের কাছে এসেই ফাটছে। জাফর ক্যাপশনে লিখেছেন, 'পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে এটা রোহিত শর্মার ব্যাটিং।'
Rohit Sharma vs Pak bowlers tonight 😁 #INDvPAK #CWC2023 pic.twitter.com/z5Z5D6qLbY
— Wasim Jaffer (@WasimJaffer14) October 14, 2023
জাতীয় মহিলা ক্রিকেট দলের কিংবদন্তি মিতালি রাজ এক্স হ্যান্ডলে লিখেছেন, 'দারুণ এক বিবৃতি দিল ভারতীয় ক্রিকেট এবং সেটাও এত বড় একটা ম্যাচে। ভারতের আর এক দাপুটে জয়। এই বিশ্বকাপে সেরা দল। অলরাউন্ড পারফরম্যান্স। অবিস্মরণীয় ইনিংস অধিনায়ক রোহিত শর্মার।'
What a strong statement to make and that too in such a high-voltage encounter! Another thumping victory for Team India and they are the team to beat in this World Cup. An all-round effort today with captain @ImRo45 playing an innings to remember. 👏#INDvPAK #CWC23 pic.twitter.com/ilt7PTaABM
— Mithali Raj (@M_Raj03) October 14, 2023
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড হাসির পোস্ট, 'এই মুহূর্তে বুমরাই বিশ্বের সেরা।'
মহম্মদ কাইফের পোস্ট, 'বৃহত্তম স্টেডিয়াম, বিশাল ম্যাচ আর রোহিতের ডাবল এক্স এল পারফরম্যান্স। মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের নায়ক ভারতীয় অধিনায়ক রোহিত।'
Biggest stadium, huge match and Rohit’s XXL batting performance. India captain becomes Motera’s hero against Pakistan at Narendra Modi stadium. #IndiaVsPakistan @ImRo45 pic.twitter.com/cKonbahZE7
— Mohammad Kaif (@MohammadKaif) October 14, 2023
What a performance! All the boxes ticked right for Team India tonight!#CWC23 #IndvPak
— Anil Kumble (@anilkumble1074) October 14, 2023
When the big tournament is on his A game is switched on !!! Yet again we’ll played skipper you beauty !! @ImRo45 and we’ll played @ShreyasIyer15 ! And of course jassi jaisa koi nahi well bowled mr #gamechanger @Jaspritbumrah93 keep going lads 🇮🇳 🤛 #IndiavsPak #WorldCup2023
— Yuvraj Singh (@YUVSTRONG12) October 14, 2023
My friend, aap ka advice follow kiya aur sab kuch billlkoool THANDA rakha….😋 https://t.co/fPqybTGr3t
— Sachin Tendulkar (@sachin_rt) October 14, 2023