PAK vs SA Innings Highlights: বাবর-শাকিলদের লড়াইয়ে পাকিস্তান তুলল ২৭০, পরীক্ষা এবার দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের
ODI World Cup: শনিবার চেন্নাইয়ে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার (PAK vs SA) বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে পুরো ৫০ ওভারও ব্যাট করতে পারল না পাকিস্তান।
চেন্নাই: পাঁচ ম্যাচে মাত্র ২টি জয়। পরাজয় তিনটি ম্যাচে। বিশ্বকাপের (ODI World Cup) সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে গেলে পাকিস্তানের কাছে এখন কার্যত সব ম্যাচই মরণ-বাঁচন। বাকি চার ম্যাচের চারটিতে জিতলে তবেই শেষ চারের স্বপ্ন দেখতে পারে পাকিস্তান।
তবে শনিবার চেন্নাইয়ে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার (PAK vs SA) বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে পুরো ৫০ ওভারও ব্যাট করতে পারল না পাকিস্তান। রান পেলেন বাবর আজ়ম। পাক অধিনায়ক করলেন ৫০ রান। লোয়ার মিডল অর্ডারে রান পেলেন সউদ শাকিল ও শাদাব খান। ষষ্ঠ উইকেটে ৮৪ রান যোগ করলেন দুজনে। শাকিল ৫২ রান করে ফিরলেন। শাদাব ৩৬ বলে ৪৩ রান করলেন। তবে ২০ বল বাকি থাকতে ২৭০ রান করে অল আউট হরয়ে গেল পাকিস্তান। ম্য়াচ জিততে ২৭১ রান তুলতে হবে তেম্বা বাভুমাদের।
চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ম্যাচের পরের দিকে সুবিধা পাচ্ছেন স্পিনাররা। যে কারণে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজ়ম। যাতে প্রতিপক্ষের ওপর বড় রানের বোঝা চাপিয়ে দেওয়া যায়।
তবে প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় পাক শিবির। মাত্র ৯ রান করে ফেরেন আবদুল্লা শফিক। ১২ রান করে হেনরিখ ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইমাম উল হক। বিশ্বকাপে যিনি ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন। দুজনকেই ফেরান মার্কো য়ানসেন। এরপর পাল্টা লড়াই শুরু করেন বাবর ও মহম্মদ রিজ়ওয়ান - পাকিস্তানের সেরা দুই ব্যাটার। কিন্তু রিজ়ওয়ানকে ফিরিয়ে ফের পাক শিবিরে ধাক্কা দেন জেরাল্ড কোয়েৎজে।
Fluent half-centuries from @saudshak and @babarazam258 plus an important contribution from @76Shadabkhan sees Pakistan post 270 🏏#PAKvSA | #CWC23 | #DattKePakistani pic.twitter.com/9Zo3sgSC5C
— Pakistan Cricket (@TheRealPCB) October 27, 2023
লোয়ার মিডল অর্ডারের দৃঢ়তায় অবশেষে ভদ্রস্থ স্কোর বোর্ডে তোলে পাক শিবির। তবু ২০ বল নষ্ট হওয়ার আক্ষেপ রয়েছে প্রাক্তন পাক ক্রিকেটারদেরও। ওয়াকার ইউনিস ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে বলছিলেন, 'ওয়ান ডে ক্রিকেটে উইকেট বাঁচিয়ে রেখে খেলার গুরুত্ব যে কী, অনুধাবন করতে পারছে না পাকিস্তান। শেষে এই ২০ বলই না ফারাক গড়ে দেয়।'
আরও পড়ুন: Eden Gardens: ইডেনে শনিবার রানের ফোয়ারা, পূর্বাভাস কিউরেটরের, শিশির কাঁটা ভোগাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন