Pak vs SL Preview: পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে ৭-০ লজ্জার রেকর্ড বদলানোর সুযোগ শ্রীলঙ্কার, ঘুচবে অভিশাপ?
ODI World Cup 2023: দুই দেশই বিশ্বকাপে একটি করে ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে আহামরি কিছু না খেলেও জিতে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। আর শ্রীলঙ্কা হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।
হায়দরাবাদ: মাত্র তিন সপ্তাহ আগের ঘটনা। বাইশ গজে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা (Pak vs SL)। সেই ম্যাচের গুরুত্ব ছিল আরও বেশি। কারণ, যে দল জিতবে, এশিয়া কাপের ফাইনালে পৌঁছবে, এমন ছিল পরিস্থিতি। সেই ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে উঠেছিলেন দাসুন শনাকারা। স্বপ্নভঙ্গ হয়েছিল পাকিস্তানের।
দুই দেশই বিশ্বকাপে একটি করে ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে আহামরি কিছু না খেলেও জিতে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। আর শ্রীলঙ্কা হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।
পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ নিজামের শহর হায়দরাবাদে। যে শহরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলেছিল পাকিস্তান। আর বাবর আজ়ম (Babar Azam) বলে দিয়েছিলেন, মনেই হচ্ছে না দেশের বাইরে রয়েছি। হায়দরাবাদে এটাই পাকিস্তানের শেষ ম্য়াচ। তারপরই আমদাবাদের উদ্দেশে রওনা হয়ে যাবে পাক দল। নাসিম শাহর অনুপস্থিতিতে প্রথম ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন পেসার হ্যারিস রউফ। যা পাক শিবিরকে স্বস্তি দেবে।
শ্রীলঙ্কা চাইবে দক্ষিণ আফ্রিকার ম্যাচে বোলারদের পারফরম্যান্স ভুলে নতুন করে শুরু করতে। কারণ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারশোর বেশি রান হজম করেছিলেন মাথিশা পাথিরানা, দুনিথ ওয়েল্লালাগেরা। তবু শ্রীলঙ্কা শিবিরকে স্বস্তি দেবে ব্যাটারদের ফর্ম। চারশো রান তাড়া করে তিনশোর বেশি স্কোর করেছিল শ্রীলঙ্কা।
তবে বিশ্বকাপে পাকিস্তান বরাবরের কঠিন ঠাঁই শ্রীলঙ্কার। ভারতকে যেমন ওয়ান ডে বিশ্বকাপে কোনওদিন হারাতে পারেনি পাকিস্তান, একইভাবে শ্রীলঙ্কা কোনওদিনই পাকিস্তানের বিরুদ্ধে জিতে মাঠ ছাড়তে পারেনি। ফল পাকিস্তানের পক্ষে ৭-০। এবার কি সেই রেকর্ড পাল্টাবে? দাসুন শনাকারা চেষ্টার কসুর অন্তত করবেন না।
পাকিস্তান দলে পরিবর্তনের সম্ভাবনা কম। নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিজয়ী একাদশকেই হয়তো দেখা যাবে মঙ্গলবার। তবে শ্রীলঙ্কা শিবিরে সবচেয়ে আশার কথা যে, ফিট হয়ে উঠেছেন মহেশ তিকশানা। যিনি প্রথম ম্যাচ চোটের জন্য খেলেননি। কসুন রাজিথার পরিবর্তে তাঁর প্রথম একাদশে ফেরার সম্ভাবনা।
হায়দরাবাদের আকাশ মঙ্গলবার মেঘলা থাকবে। তবে বৃষ্টির আশঙ্কা নেই। পিচে বড় রানের হাতছানি। সোমবার এই মাঠেই নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩২২ তুলেছিল নিউজ়িল্যান্ড। মঙ্গলবারও চার-ছক্কার ফুলঝুরি দেখা যেতে পারে। উপভোগ্য ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: ABP Exclusive: ধোনি বিশ্বকাপ জিতেছে, ওর কৃতিত্ব আমার চেয়েও বেশি, দরাজ প্রশংসায় সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন