Shakib Al Hasan: বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে বিতর্কে শাকিব, কী বলছেন সতীর্থ তাস্কিন?
BAN vs NED: তাস্কিন হাসিমুখে সামলালেন সমস্ত বাউন্সার। পাশে দাঁড়ালেন শাকিবের।
সন্দীপ সরকার, কলকাতা: বিশ্বকাপে (ODI World Cup) বাংলাদেশ (Bangladesh Cricket Team) শিবিরে যে দুটি বিতর্ক তোলপাড় ফেলেছে, দুটিরই কেন্দ্রে তিনি।
শাকিব আল হাসান (Shakib Al Hasan)। বাংলাদেশের বিশ্বকাপের দল থেকে তামিম ইকবালকে বাদ দেওয়ার পর কাঠগড়ায় তোলা হয়েছিল শাকিবকে। বলা হয়েছিল, শাকিবের অঙ্গুলিহেলনেই তামিম উপেক্ষিত। তারপর বিশ্বকাপে যখন পরপর ম্যাচ হেরে চলেছে বাংলাদেশ, তখন দলের সঙ্গে কলকাতায় না এসে দেশের বিমান ধরে ফের একবার শোরগোল ফেলেছেন শাকিব। নেদারল্যান্ডস ম্যাচের আগে কেন অধিনায়ক দেশে ফিরবেন, তা নিয়ে অগ্নিগর্ভ বাংলাদেশের ক্রিকেটমহল। পরে জানা গিয়েছিল, ব্যক্তিগত কোচ নাজ়মুল আবেদিন ফাহিমের কাছে তালিম নিতে গিয়েছেন শাকিব। তবু প্রশ্ন ওঠা থামেনি। তাহলে কি জাতীয় দলের কোচিং স্টাফে ভরসা নেই খোদ অধিনায়কের?
শনিবার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের বোধন। ক্রিকেটের নন্দনকাননে প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস। তার আগে সাংবাদিক বৈঠকে এসে তাস্কিন আমেদকে বেশিরভাগ গোলাগুলি সামলাতে হল অধিনায়ককে নিয়েই। প্রশ্ন ধেয়ে এল, অধিনায়ক টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে গিয়েছিলেন বলে কি দলের মনোবলে ধাক্কা লেগেছে? কেন অধিনায়ক এরকম ছাড় পেলেন? আপনারা হলে বিশ্বকাপের মাঝপথে ব্যক্তিগত কোচের কাছে প্র্যাক্টিস করতে যাওয়ার অনুমতি পেতেন?
তাস্কিন অবশ্য হাসিমুখে সামলালেন সমস্ত বাউন্সার। পাশে দাঁড়ালেন শাকিবের। বললেন, 'আমাদের দলের এতে কোনও ক্ষতি হয়নি। শাকিব ফিরে এসেছে। ওর সঙ্গে কাল রাতে সকলে মিলে একসঙ্গে খাওয়াদাওয়া করেছি। আর ও তো দেশে ফিরেছিল নিজের খেলার উন্নতির জন্য। প্রত্যাশামতো ব্যাটিং করতে পারছিল না। তাই নির্দিষ্ট কয়েকটি জায়গা ঘষামাজা করতে গিয়েছিল। আমাদের তো বরং ওর এই প্রচেষ্টার প্রশংসা করা উচিত।' তাস্কিন আরও বলেন, 'ও টিম ম্যানেজমেন্ট ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেই গিয়েছিল। তাছাড়া সেদিন আমাদের বিশ্রামের দিন ছিল। আবশ্যিক প্র্যাক্টিসের দিন তো ছিল না। ম্যাচের আগে দলের আবশ্যিক প্র্যাক্টিসে তো ও রয়েছে। আমাদের কোনও সমস্যা নেই এতে।'
যাঁকে নিয়ে এত তোলপাড়, তিনি কিন্তু বেশ নির্লিপ্ত। শুক্রবার বেলা বারোটা নাগাদ বাংলাদেশের টিমবাস যখন ইডেন গার্ডেন্সের সামনে এসে দাঁড়াল, হাসিমুখে বাস থেকে নামলেন। সতীর্থরা যখন নেটে ব্যাটিং-বোলিং প্র্যাক্টিস করছেন, শাকিব একপাশে কোচ চণ্ডিকা হাতুরুসিংঘে, বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে দাঁড়িয়ে আলোচনা সারলেন। দু-একবার শ্যাডো করতে দেখা গেল কি? ইডেন গার্ডেন্সের বি ব্লকের সামনের নেটে তখন ডাচ ক্রিকেটারেরা প্র্যাক্টিস করছেন। ব্যক্তিগত কোচের পরামর্শ নিয়ে কলকাতায় এসে যেন প্রতিপক্ষের কাছে নিজেকে আড়াল করে রাখলেন বাংলাদেশের অধিনায়ক।
বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত কেউ কেউ অবশ্য এতে অস্বাভাবিকত্ব দেখছেন না। তাঁরা বলছেন, কোনও ম্যাচের আগের দিন শাকিব নেট প্র্যাক্টিস থেকে দূরেই সরে থাকেন। যাতে ম্যাচে তরতাজা হয়ে মাঠে নেমে নিজের সেরাটা দিতে পারেন। অধিনায়কের জ্বলে ওঠার অপেক্ষায় বাংলাদেশ শিবিরও।
আরও পড়ুন: নির্বোধ পরিকল্পনা! আলোর প্রদর্শনীতে মেজাজ হারালেন ম্যাক্সওয়েল, বিপরীত মেরুতে ওয়ার্নার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন