ODI World Cup Exclusive: "শামির আগুনে ছারখার হবে প্রতিপক্ষ, ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে একমাত্র দক্ষিণ আফ্রিকা"
Mohammed Shami: প্রথমে নিউজ়িল্যান্ড, তারপর ইংল্যান্ড। দু'ম্যাচে ৯ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ শিবিরের ঘুম কেড়েছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা ফাস্টবোলার।
সন্দীপ সরকার, কলকাতা: বিশ্বকাপে (ODI World Cup) ভারতের প্রথম চার ম্যাচে তাঁকে বসিয়ে রাখা হয়েছিল রিজার্ভ বেঞ্চে। রোহিত শর্মাদের (Rohit Sharma) প্রথম একাদশে জায়গা পাচ্ছিলেন শার্দুল ঠাকুর। বলা হচ্ছিল, শার্দুলের ব্যাটের হাত ভাল। প্রয়োজনে লোয়ার মিডল অর্ডারকে ভরসা দেবেন।
তাঁকে বাদ দিয়ে মাঠে নামা যে কত বড় ভুল ছিল, তা প্রমাণ করে দিয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। প্রথমে নিউজ়িল্যান্ড, তারপর ইংল্যান্ড। দু'ম্যাচে ৯ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ শিবিরের ঘুম কেড়েছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা ফাস্টবোলার। গতির সঙ্গে স্যুইংয়ের সঙ্গতে শামি হয়ে উঠেছেন প্রতিপক্ষ শিবিরের কাছে আতঙ্কসম।
আর শামির এই আগুন বিপক্ষকে আরও বিপাকে ফেলবে বলেই মনে করছেন অরুণ লাল। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার দীর্ঘদিন বাংলা রঞ্জি দলকে কোচিংও করিয়েছেন। শামিকে দেখেছেন কাছ থেকে। মঙ্গলবার স্ত্রী বুলবুলকে নিয়ে ইডেন গার্ডেন্সে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ দেখেতে এসেছিলেন 'লালজি'। এবিপি আনন্দকে বলছিলেন, 'এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি নজর কেড়ে নিয়েছে মহম্মদ শামি। বিশ্বমানের পেসার। ওর প্রতিভা নিয়ে কোনওদিনই কারও সংশয় ছিল না। শুরুর দিকে কয়েকটা ম্যাচে সুযোগ না পেয়ে ছটফট করছিল। সেই আগুনটাই মাঠে নেমে বল হাতে ঢেলে দিচ্ছে। ভারতীয় বোলিংয়ের চেহারাই পাল্টে গিয়েছে শামির অন্তর্ভুক্তির পর।'
শামির কোন দিকটা সবচেয়ে বেশি আকৃষ্ট করে? 'ওর সিম পোজিশন। সোজা সিমে বল করে। পিচ থেকে যে কারণে সাহায্য় পায়। ওর কোন বলটা ভেতরে ঢুকবে আর কোনটা বাইরে বেরবে, ব্যাটসম্যান সহজে ধরতে পারে না। নিশানায় অভ্রান্ত। স্টাম্প লক্ষ্য করে বল করে বলে বোল্ড বা এলবিডব্লিউ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।'
পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ থেকে কী প্রত্যাশা? অরুণ বলছেন, 'ভাল ম্যাচ হবে। ওয়ান ডে-তে বাংলাদেশ ভাল দল। দুই দলই সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের ক্ষেত্রে এই ম্য়াচের ফল গুরুত্বপূর্ণ হবে বাংবাদেশের কাছে।'
একটি দুর্ঘটনায় হাতের আঙুল ভেঙেছে। টেপ দিয়ে মোড়া সেই আঙুল। তবে ক্রিকেট উন্মাদনা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেননি অরুণ। বিশ্বকাপ জেতার ব্যাপারে ফেভারিট কাদের মনে হচ্ছে? অরুণ বলছেন, 'অবশ্যই ভারত। কমপ্লিট ক্রিকেট খেলছে। সব বিভাগে ভাল ক্রিকেটার রয়েছে। হার্দিক পাণ্ড্যর মতো অলরাউন্ডারের অনুপস্থিতিও টের পাওয়া যাচ্ছে না।' যোগ করলেন, 'মনে হচ্ছে যে দলের বোলিং ভাল হবে, তারাই বিশ্বকাপ জিতবে। আর এই ভারতকে যদি কোনও দল চাপে ফেলতে পারে, তাহলে সেটা হল দক্ষিণ আফ্রিকা। ৫ নভেম্বর ইডেনে দারুণ একটা লড়াই হবে।'
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথের কাউন্টডাউন শুরু করে দিয়েছেন অরুণ লালও।
আরও পড়ুন: ODI World Cup Exclusive: জন্মদিনে ইডেনে নিজের ছবি দেওয়া কেক কাটবেন কোহলি, স্মারক-আতসবাজিতে নায়ক বরণ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন