Vinesh Phogat Disqualified: প্যারিস অলিম্পিক্সে বাতিল বিনেশ, ম্যাচের কতক্ষণ আগে মাপা হয় কুস্তিগীরদের ওজন? কী বলছে নিয়ম?
Vinesh Phogat: খবর অনুযায়ী ফাইনালের দিন সকালে নির্ধারিত ওজনের থেকে বিনেশের ওজন মাত্র ১০০ গ্রাম বেশি থাকায় তাঁকে বাতিল করা হয়।
প্যারিস: মুহূর্তেই ইতিহাস গড়ার স্বপ্ন বদলে গেল দুঃস্বপ্নে। প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024) থেকে বাতিল হলেন বিনেশ ফোগাত (Vinesh Phogat)। মার্কিন যুক্তরাষ্ট্রের সারা অ্যান হিলড্রেব্রানট (Sarah Ann Hildrebrandt)-র বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে নামার কথা ছিল ভারতীয় কুস্তিগীরের। কিন্তু তিনি বাতিল হলেন। বাড়তি ওজনের জন্য অলিম্পিক্স সংস্থা বিনেশকে বাতিল করেছে।
একাধিক রিপোর্ট অনুযায়ী মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য বাতিল করা হয়েছে ভারতীয় তারকা কুস্তিগীরকে। তবে মাত্র ১০০ গ্রাম কি বাতিল পড়ার জন্য যথেষ্ট? এইটুকু কি ছাড় পাওয়া যেত না? এমনই প্রশ্ন ঘুরছে ভারতীয়দের মাথায়। কি বলছে নিয়ম? কীভাবে করা হয় কুস্তিগীর ওজন? কখন? কতক্ষণের জন্যই বা চলে এই প্রক্রিয়া?
ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের আন্তর্জাতিক কুস্তির নিয়ম অনুযায়ীই কুস্তিগীরদের ওজন পরিমাপ করা হয়। প্রতিযোগিতার আর্টিকেল ১১-তে এর সমস্ত বিবরণ রয়েছে। সেই বিবরণ অনুযায়ী-
কুস্তিগীরদের ওজন প্রতিদিন সকালে তাঁদের নির্দিষ্ট ওজন বিভাগের কথা মাথায় রেখে পরিমাপ করা হয়। প্রাথমিকভাবে এই ওজন করা এবং পরীক্ষা নিরীক্ষার পর্ব ৩০ মিনিট ধরে চলে। দ্বিতীয় দিনে যাঁরা রেপেশাঁ এবং ফাইনালের লড়াইয়ে নামেন, তাঁদের জন্য ১৫ ধরে এই প্রক্রিয়াটি চলে।
প্রতিযোগীদের কোনও একদিনও যদি নিজেদের ওজন বিভাগের থেকে বাড়তি ওজন ধরা পড়ে, তাহলে তাঁরা বাতিল হবেন। বিন্দুমাত্র ওজন বেশি থাকলেও, কোনওভাবেই ছাড় দেওয়া হবে না।
নিজেদের সিঙ্গলেট পরেই তাঁদের ওজন করাতে হবে এবং কোনওভাবেই সিঙ্গলেটের ওজন বাড়ানো, কমানো যাবে না।
কুস্তিগীররা মাত্র একবারই ওজন পরিমাপ যন্ত্রে নিজেদের ওজন পরিমাপ করাতে পারবেন। কোনওভাবেই তা একাধিকবার করা সম্ভব নয়।
তবে প্রতিযোগিতা শুরুর আগে প্রথম দিন সর্বপ্রথম কুস্তিগীরদের প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা করা হয়। এই পরীক্ষা ব্যতীত তাঁরা নিজেদের ওজন পরিমাপ করাতে পারবেন না।
এই নিয়মের জেরেই মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকলেও বিনেশ ফোগতকে ফাইনালে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। গতকাল শুরুতে তাঁর ওজন নিয়মের আওতায় থাকলেও, ফাইনালের সকালে তাঁর ওজন বেশি থাকায় তাঁকে বাতিল হতে হয়। খবর অনুযায়ী, গোটা রাত স্কিপিং, সাইক্লিং থেকে রক্ত বার করা, চুল কাটা , সব চেষ্টাই করা হয়েছে, কিন্তু কোনওভাবেই বিনেশের ওজন ৫০ কেজির মধ্যে আনা যায়নি। তিনি এর জেরে শেষমেশ অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন বলে খবর। শেষমেশ বাতিল হওয়ায় নিয়ম অনুযায়ী বিনেশ আর কোনও পদকই পাচ্ছেন না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বাতিল বিনেশ, IOA সভাপতি পিটি ঊষার সঙ্গে কথা বলে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি?