East Bengal vs Mohun Bagan: হবে না কলকাতা ডার্বি? ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ বাতিল হওয়া নিয়ে জোর জল্পনা
Durand Cup 2024: ডুরান্ড কাপে কলকাতা ডার্বি বাতিল হলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, উভয় দলকেই এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।
কলকাতা: রবিবাসরীয় সন্ধ্যায় ভারতীয় ফুটবলের বড় ম্যাচ। অর্থাৎ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের (East Bengal vs Mohun Bagan) ডুরান্ড কাপের (Durand Cup 2024) ম্যাচ। তবে ১৮ ডিসেম্বর সেই ম্যাচ আদৌ আয়োজিত হবে কি না, সেই নিয়ে জোর জল্পনা। যা খবর শোনা যাচ্ছে, তাতে রবিবার ডুরান্ড কাপের কলকাতা ডার্বি বাতিল হতে চলেছে। অবশ্য এখনও সরকাবিভাবে কিছুই জানানো হয়নি।
ডুরান্ড কাপে কলকাতা ডার্বি বাতিল হলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, উভয় দলকেই এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। ১৩৩তম ডুরান্ড কাপে কলকাতা ডার্বির আগে, শনিবার, ১৭ অগাস্ট প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু সেই সাংবাদিক সম্মেলন ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে। সেই কারণেই ম্যাচ আদৌ হবে কি না, তা নিয়ে জল্পনা আরও বেড়েছে। কিন্তু ম্যাচ বাতিলের কারণটা ঠিক কী?
আর জি করে ডাক্তারের মৃত্যু নিয়ে গোটা রাজ্য উত্তাল। দিকে দিকে প্রতিবাদ, আন্দোলনসভা চলছে। স্বাধীনতা দিবসের আগের রাত গোটা রাজ্য সাক্ষী থেকেছিল তরুণ ডাক্তারের মৃত্যুর প্রতিবাদে 'মেয়েদের রাত দখল' কর্মসূচির। এর প্রভাব ময়দানেও পড়তে পারে বলে জল্পনা। খবর অনুযায়ী, কলকাতা ডার্বিতে দুই দলের সমর্থকরা সম্মিলিতভাবে আর জি কর কাণ্ডের বিরুদ্ধে মাঠেই বিরাট প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্ট ঘাটলেই সেই তথ্য পাওয়া যাবে।
এই টালমাটাল পরিস্থিতিতে রবিবার কলকাতা ডার্বির আয়োজন ঘিরে জল্পনা শুরু হয়। শনিবার দুপুরে ডুরান্ডের আয়োজক কমিটির সঙ্গে প্রশাসন তথা পুলিশের কর্মকর্তাদের লালবাজারে এক বৈঠকও হচ্ছে বলে খবর। সেই বৈঠকের পরেই সরকারিভাবে ডার্বির ভবিষ্যৎ জানা যাবে। তারপরেই দুই দলের কোচ ও তারকারা সাংবাদিক সম্মেলন করবেন বলেও শোনা যাচ্ছে। এখন অপেক্ষা সরকারি ঘোষণার।
রবিবাসরীয় কলকাতা ডার্বি আয়োজিত না হলে, সেক্ষেত্রে কী হবে? এই ম্যাচের কিন্তু দিনক্ষণ বদল হবে না, বরং ম্যাচই বাতিল হওয়ার জল্পনা শোনা যাচ্ছে। সেক্ষেত্রে দুই দলই এক পয়েন্ট করে ভাগ করে নেবে। যেমন ম্যাচ ড্র হলে হয়। পাশাপাশি আরও খবর যে, কলকাতায় আর ডুরান্ডের কোনও ম্যাচই নাও হতে পারে। তিলোত্তমার বদলে পড়শি রাজ্যের জামশেদপুরে ম্যাচগুলি আয়োজন করা হতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অভিষেকে জ়ার্কজ়ের গোল, ফুলহ্যামকে হারিয়ে প্রিমিয়ার লিগ মরশুম শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড