Paris Olympics 2024: প্যারিসে রুপোজয়ী তুরস্কের শ্যুটারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই, নেপথ্যে এক ছবি!
Yusuf Dikeç: ৫১ বছর বয়সি ডিকেচ প্যারিসে সেভ্ভাল ইলায়দা তারহানকে সঙ্গী করে ১০ মিটার এয়ার পিস্তরে মিক্সড টিম ইভেন্টে রুপো জেতেন।
প্যারিস: এবারের প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024) সাক্ষী থেকেছে সাত মাসের গর্ভবতী মহিলার উদ্যমের। সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েও ফেন্সিংয়ে নাদা হাফিজ় শুধু অংশগ্রহণই করেননি, মিশরের অলিম্পিয়ান এক ম্যাচও জিতেছেন। এবার সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে আরেক অলিম্পিয়ান। তুরস্কের শ্যুটার ইউসুফ ডিকেচ (Yusuf Dikeç)। তবে তাঁর ভাইরাল হওয়ার কারণটা খানিক ভিন্ন।
৫১ বছর বয়সি ডিকেচ প্যারিসে সেভ্ভাল ইলায়দা তারহানকে সঙ্গী করে ১০ মিটার এয়ার পিস্তরে মিক্সড টিম ইভেন্টে রুপো জেতেন। কিন্তু তাঁর সাফল্যের থেকেও সোশ্যাল মিডিয়ায় ডিকেচের এক ছবি শোরগোল ফেলে দিয়েছে। তাঁর কারণ তাঁর একদম স্বাভাবিক বেশভূষা, যা আর পাঁচজন শ্যুটারের থেকে সম্পূর্ণ ভিন্ন। নিজের পঞ্চম অলিম্পিক্সে অংশগ্রহণ করছেন তুরস্কের এই শ্যুটার। এই অলিম্পিক্সে শুধু নিজের চোখের চশমা পড়েই প্যারিস কাঁপালেন ডিকেচ। সেই দেখেই সোশ্যাল মিডিয়ায় হইচই।
শ্যুটাররা সাধারণত এক চোখ ঢেকে আরেক চোখে একাধিক বিশেষ লেন্স ব্যবহার করে নিজেদের লক্ষ্যের দিকে নিশানা সাধেন। কানে যাতে আওয়াজ না পৌঁছনয়, সেইজন্য থাকে বিশেষ ঢাকার যন্ত্র। তবে ডিকেচ এসবের ধার ধারলেন না। নিজের সাদামাটা পোশাকে কোনওরকম বিশেষ লেন্স ছাড়াই শ্যুটিং ইভেন্টে পদক এল তাঁর ঝুলিতে। শ্যুটিং করার সময় তাঁর নন শ্যুটিং হাত ছিল পকেটে। এমন ব্যতিক্রমী ছবিই নেটিজেনদের নজর কেড়েছে।
Turkey really sent a trained assassin to the Olympics this is not a normal man pic.twitter.com/FTXpgUlXy5
— vids that go hard (@vidsthatgohard) July 31, 2024
ডিকেচকে কেউ মজা করে 'হিটম্যান'-র আখ্যা দিচ্ছেন, তো কেউ আবার তাঁর সঙ্গে অন্য়ান্য শ্যুটারদের পুরো গিয়ার পরিহিত না না ছবি কোলাজ করে তুলনা টানছেন।
Did Turkey send a hitman to the Olympics?? pic.twitter.com/m43aVU2bYb
— Idiots Caught On Camera (@IdiotsOnCamera_) August 1, 2024
South Korea sent a fully-kitted out player for the Olympic shooting. Turkey sent an 51-years-old guy with no specialized lenses, eye cover or ear protection and got the silver medal. pic.twitter.com/9tNgRMrLzn
— Creepy.org (@creepydotorg) July 31, 2024
This is what you call aura 🇹🇷
— Umay (@UmayFb1907) July 31, 2024
51-year-old Yusuf Dikeç of Turkey shows up without any specialist equipment for shooting, looking like he just came out of the crowd and gave it a go… he just casually took home silver at the Olympics 🫡#Paris2024 pic.twitter.com/StdX3U6j26
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভারতীয় বক্সারদের সাফল্যের ধারা অব্যাহত, লভলিনার পর অলিম্পিক্সের শেষ আটে পৌঁছলেন নিশান্ত