এক্সপ্লোর
Advertisement
ছেলে খেলতে চলেছে ৫০-তম টেস্ট, এখন আর ততটা কড়া নন পূজারার বাবা
গল: রাহুল দ্রাবিড় পরবর্তী যুগে ভারতীয় টেস্ট দলের নির্ভরযোগ্য তিন নম্বর ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ৫০-তম টেস্ট খেলতে চলেছেন। তাতে অবশ্যই তিনি খুশি। তবে তার চেয়েও অনেক বেশি এই কারণে, তাঁর বাবা এখন আর আগের মতো ততটা কড়া নন। অতীতের মতো বকাঝকা করার বদলে আলোচনা করেন।
অরবিন্দ সৌরাষ্ট্রের প্রাক্তন রঞ্জি ক্রিকেটার। ছেলের সফল ক্রিকেটার হওয়ার পিছনে তাঁর অবদানই সর্বাধিক। আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়ার পরেও, এখনও ছেলের ব্যাটিংয়ের খুঁটিনাটি বিষয়ের উপর তাঁর কড়া নজর থাকে। বাবার বিষয়ে পূজারা বলেছেন, ‘আমার বাবা বরবারই আমার সেরা ও সবচেয়ে খারাপ সমালোচক। অতীতে তিনি অত্যন্ত কঠোর সমালোচক ছিলেন। তবে আমরা এখন একটা বোঝাপড়ায় এসেছি। আমরা খেলার বিষয়ে আলোচনা করে একটা সমাধানসূত্র খুঁজে বার করি। বাবা এখন আর আগের মতো কড়া নন।’
এখনও পর্যন্ত ভারতের হয়ে ৪৯টি টেস্ট ম্যাচ খেলে ৩,৯৬৬ রান করেছেন পূজারা। এই ডানহাতি ব্যাটসম্যানের গড় ৫২.১৮। তিনি ১২টি শতরান করেছেন। চলতি সিরিজের প্রথম টেস্টেই শতরান করেছেন পূজারা। ৫০-তম টেস্টেও ভাল পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য। কেরিয়ারের শুরুর দিকে হাঁটুর চোটে ভুগেছেন। বেশ কিছুদিন মাঠের বাইরে কাটাতে হয়েছে। তবে চোট সারিয়ে মাঠে ফিরে তিনি ছন্দ ফিরে পেয়েছেন। ফিটনেসের উন্নতি করে দীর্ঘদিন ধরে দেশের হয়ে খেলাই তাঁর লক্ষ্য। রাহুল দ্রাবিড়ের পরামর্শ তাঁর কাজে লেগেছে বলে জানিয়েছেন পূজারা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement