এক্সপ্লোর
Advertisement
এক রাজ্য-এক ভোট রঞ্জির মান কমিয়ে দেবে, আশঙ্কা গাওস্করের
কলকাতা: লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী, এক রাজ্য থেকে একটি ভোটের নিয়মে অখুশি ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। তাঁর আশঙ্কা, এর ফলে রঞ্জি ট্রফির মান কমে যেতে পারে।
কলকাতায় এক অনুষ্ঠানে গাওস্কর বলেছেন, ‘এক রাজ্য থেকে একটি ভোট নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু যে রাজ্যের দল রঞ্জি ট্রফি খেলার উপযুক্ত নয়, তাদের সুযোগ দেওয়া উচিত নয়। কারণ, এর ফলে রঞ্জি ট্রফি ক্রিকেটের মান কমে যেতে পারে। যেমন, মেঘালয় ও নাগাল্যান্ডের মতো রাজ্যে ক্রিকেটের উপযুক্ত পরিকাঠামো নেই। তারা প্রথম শ্রেণির ম্যাচ খেলার উপযুক্ত না হওয়া সত্ত্বেও রঞ্জি ট্রফি খেলার সুযোগ পেলে খেলার মান কমে যাবে। এতে ভারতীয় ক্রিকেটের কোনও উপকার হবে না।’
লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী, বিসিসিআই নির্বাচনে একটি রাজ্য থেকে একটিই ক্রিকেট সংস্থার ভোটাধিকার থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাতের মতো রাজ্যগুলিতে একাধিক সংস্থা আছে। ফলে তারা ভোটাধিকার হারাবে। ভারতীয় ক্রিকেটের সংস্কারের পক্ষে সওয়াল করলেও, ভোটাধিকার সংক্রান্ত এই সুপারিশের সঙ্গে একমত নন গাওস্কর। তাঁর মন্তব্য, সব দেশে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট খেলা হয় না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement