এক্সপ্লোর
Advertisement
দেখুন: বিগ ব্যাশ লিগে বাউন্ডারি লাইনে রিলে ক্যাচ নিয়ে বিতর্ক
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল)-এ এমন কিছু ঘটনা ঘটছে, যা দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। বৃহস্পতিবার বিবিএলের একটি ম্যাচে ম্যাট রেনশ-র একটি দুরন্ত ক্যাচ নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। রেনশ বাউন্ডারি লাইনের বাইরে থেকেই ওই ক্যাচ নেন রেনশ। আর তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল)-এ এমন কিছু ঘটনা ঘটছে, যা দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। বৃহস্পতিবার বিবিএলের একটি ম্যাচে ম্যাট রেনশ-র একটি দুরন্ত ক্যাচ নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। রেনশ বাউন্ডারি লাইনের বাইরে থেকেই ওই ক্যাচ নেন রেনশ। আর তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ব্রিসবেন হিটের বিরুদ্ধে হোবার্ট হ্যারিকেন্সের ম্যাচে এই ঘটনা ঘটে। হ্যারিকেন্সের ইনিংসের ১৫ তম ওভারে ম্যাথু ওয়েড ৬১ রানে ব্যাট করছিলেন। ওই ওভারে তিনি একটি বড় শট খেলেন। রেনশ বাউন্ডারি লাইনে ক্যাচ ধরেন। কিন্তু ক্যাচ ধরে তিনি সীমানা পেরিয়ে যান। কিন্তু তিনি যখন সীমা পেরোন, তখন বল শূন্যে ছিল। এরপর বাউন্ডারি লাইনের ওপার থেকে শূন্যে লাফিয়ে বল ধরে তা মাঠের বাইরে পাঠিয়ে দেন। মাঠের ভেতরে অন্য খেলোয়াড় ক্যাচটি ধরেন।
এই ঘটনার পর সবাই ধন্দে পড়ে যান যে, এটি আউট না নটআউট। প্রথমে তৃতীয় আম্পায়ার নট আউট ঘোষণা করেন। এরপর ওয়েডকে আউট দেওয়া হয়। এই ঘটনা নিয়েই দানা বাঁধে তীব্র বিতর্ক। ২০১৭-র ক্রিকেট নিয়ম অনুসারে, রেনশর ক্যাচ বৈধ। এই নিয়ম অনুসারে, কোনও ফিল্ডার বাউন্ডারি লাইনের বাইরে থেকে ক্যাচ নিতে পারেন, তবে তাঁর পা বা দেহের অন্য কোনও অংশ যেন মাটি ছুঁয়ে না থাকে। এই নিয়ম অনুসারে ওই ক্যাচ বৈধ।This is genuinely blowing our mind. After all that, Matthew Wade is GONE! What a @KFCAustralia Bucket Moment | #BBL09 pic.twitter.com/vT3BtmYGU8
— KFC Big Bash League (@BBL) January 9, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement