এক্সপ্লোর
ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে লিয়েন্ডার, সানিয়া, বোপান্না

নিউ ইয়র্ক: ইউ এস ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ভারতীয় খেলোয়াড়রা। মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডের ম্যাচে স্ট্রেট সেটে সহজেই জিতলেন লিয়েন্ডার ও মার্টিনা হিঙ্গিস। সানিয়া মির্জা ও বারবরা স্ট্রাইকোভা ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডে রোহন বোপান্না ও ডেনমার্কের ফ্রেডেরিক নিয়েলসেন হারিয়ে দিয়েছেন রাডেক স্টেপানেক-নেনাদ জিমোজিচের শক্তিশালী জুটিকে। গতবার মিক্সড ডাবলসের চ্যাম্পিয়ন লিয়েন্ডার-মার্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাখিয়া ভিকারি ও ফ্রান্সিস তিয়াফো। মাত্র ৫১ মিনিটেই তাঁদের ৬-৩, ৬-২ হারিয়ে দেন লিয়েন্ডাররা। মহিলাদের ডাবলসে সপ্তম বাছাই সানিয়া-বারবরা জুটি স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাডা মিই ও এনা শিবাহারাকে। পুরুষদের ডাবলসে অবশ্য বোপান্নাদের লড়াই সহজ হয়নি। তবে কঠিন ম্যাচে শেষপর্যন্ত ৬-৩, ৬-৭ (৩), ৬-৩ জয় পেয়েছেন বোপান্নারা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















