এক্সপ্লোর
Advertisement
শাহরিয়রের মন্তব্যে ক্ষোভ পাক ক্রিকেটারদের
করাচি: ঘুরিয়ে পাক দলের ক্রিকেটারদের অশিক্ষিত বলেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র চেয়ারম্যান শাহরিয়র খান। তাঁর এই মন্তব্য ঘিরে অসন্তোষ ধূমায়িত হচ্ছে পাক ক্রিকেটারদের মধ্যে।শাহরিয়র বলেছিলেন, শিক্ষিত ক্রিকেটারদের না থাকাটা পাক দলের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের অন্যতম কারণ।মিসবা উল হক ছাড়া দলে কোনও স্নাতক খেলোয়াড় নেই। এই মন্তব্যের বিরুদ্ধে অনেক ক্রিকেটারই প্রকাশ্যে কিছু না বললেও তাঁদের ক্ষোভের কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন বলে ঠিক করেছেন। এরইমধ্যে প্রকাশ্যে মুখ খুলেছেন দলের সিনিয়র ব্যাটসম্যান মহম্মদ হাফিজ। তিনি বলেছেন, ক্রিকেটটাই তো একটা সম্পূর্ণ শিক্ষা।
হাফিজ বলেছেন, টেস্ট ক্রিকেটার হতে পারার জন্য আমি গর্বিত। আমার কাছে এটাই ডিগ্রি।
হাফিজ স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে, পিসিবি প্রধানের মন্তব্যের সঙ্গে তিনি সহমত নন। তিনি বলেছেন, প্রত্যেকের কাছেই শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তবে শুধু ডিগ্রি অর্জনই জীবনে পর্যাপ্ত নয়।
আগামী ইংল্যান্ড সফরে পাক টেস্ট দল ভালো খেলবে বলেও হাফিজ আশা প্রকাশ করেছেন। হাঁটুর চোটের জন্য হাফিজ অবশ্য দলে নেই।
পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, শাহরিয়রের মন্তব্য অনেক পাক ক্রিকেটারই ভালোভাবে নেননি। তাঁরা ব্যক্তিগতভাবে তাঁদের অসন্তোষের কথা কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement