Pak vs Aus 2022: পাকিস্তান সফরে যেতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছেন কামিন্স
Australia's tour to Pakistan: অজি ক্রিকেটারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। যদিও অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) খুব একটা উদ্বিগ্ন নন।
রাওয়ালপিণ্ডি: অস্ট্রেলিয়ার বহু প্রতীক্ষিত পাকিস্তান (Aus vs Pak) সফরের প্রথম টেস্ট শুরু হওয়ার দিনকয়েক আগে শোরগোল পড়ে গিয়েছে। কারণ, অজি ক্রিকেটারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। যদিও অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) খুব একটা উদ্বিগ্ন নন। তিনি বেশি আগ্রহী ক্রিকেটে। জানিয়ে দিলেন, পাকিস্তান সফরে আসার সুযোগ পেয়ে নিজেদের ভাগ্যবান মনে হচ্ছে।
কামিন্স বলেছেন, 'ভীষণ নিরাপদ লাগছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাদের দারুণ খেয়াল রাখছে। এখানে পৌঁছনোর পর থেকে খুব ভাল নিরাপত্তা ব্যবস্থা দেখছি। বিমান থেকে নেমে সোজা হোটেলে পৌঁছেছি। ম্য়াচ ও ট্রেনিং ছাড়া বাকি সময়টা হোটেলেই থাকছি। পাকিস্তান একটি দুর্দান্ত ক্রিকেটীয় দেশ। এখানে খেলতে আসতে পেরে নিজেদের ভাগ্যবান মনে হচ্ছে। কারণ গোটা একটা প্রজন্ম এই দেশে ক্রিকেট সিরিজ খেলতে আসার সুযোগ পায়নি।'
দেখুন পাকিস্তান-অস্ট্রেলিয়ার হাড্ডাহাড্ডি ম্যাচের কিছু মুহূর্ত:
পাকিস্তানের বিরুদ্ধে বহু প্রতীক্ষিত টেস্ট সিরিজের আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটারকে প্রাণে মারার হুমকি দেওয়া নিয়ে শোরগোল পড়ে যায়। পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের আগে এমনই অভিযোগ সামনে এসেছে। জানা গেছে, অজি ক্রিকেটার অ্য়াস্টন অ্যাগরের স্ত্রীর কাছে এই প্রাণনাশের হুমকি পাঠানো হয়েছে। পাকিস্তান সফরে না আসার হুঁশিয়ারি দিয়ে অ্যাগরকে এই হুমকি দেওয়া হয়েছে। সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অ্যাগরকে এই হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন দলের এক মুখপাত্র। ওই মুখপাত্র জানিয়েছেন, অনুসন্ধানের পর জানা গেছে, এটি কোনও বিশ্বাসযোগ্য হুমকি নয়।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই হুমকি বার্তা পাঠানো হয় অ্যাগরের স্ত্রী মেডেলেইনকে কাছে। সোশ্যাল মিডিয়ায় এই প্রাণনাশের হুমকি পাঠানো হয়। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানান। জানানো হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-কেও। এই হুমকি একটি ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়। খুব সম্ভবত ভারত থেকে কোনও ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই হুমকি বার্তা পাঠানো হয়েছে।
১৯৯৮-এর পর এই প্রথম অস্ট্রেলিয়া দল পাকিস্তান সফরে যাচ্ছে। সিরিজের প্রথম টেস্ট খেলা হবে রওয়ালপিন্ডিতে। আগামী ৪ থেকে ৮ মার্চ পর্যন্ত প্রথম টেস্ট। এরপরের টেস্ট হবে করাচিতে। ক্রিকেট অস্ট্রেলিয়ার আধিকারিক বিবৃতি উল্লেখ করে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়া ওই সোশ্যাল মিডিয়া পোস্ট সম্পর্কে ওয়াকিবহাল। এর বিষয়বস্তু এবং তা কী ধরনের, সে বিষয়ে অনুসন্ধান করেছে পাক ক্রিকেট বোর্ড, ক্রিকেট অস্ট্রেলিয়া ও সরকারের সংযুক্ত নিরাপত্তা সংস্থা।
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান সিরিজ সরাসরি সম্প্রচারিত হবে সোনি সিক্স চ্যানেলে, ৪ মার্চ থেকে