সরফরাজকে ছাঁটাই, টেস্ট অধিনায়ক আজহার আলি, টি-টোয়েন্টির নেতৃত্বে বাবর
টি-টোয়েন্টিতে আগামী বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্বে থাকবেন বাবর।
ইসলামাবাদ: জল্পনাই সত্যি হল। পাকিস্তান দলের অধিনায়কত্ব খোয়ালেন সরফরজ আহমেদ। পরিবর্তে টেস্ট দলের নেতৃত্বে আনা হল ৩৪ বছরের আজহার আলিকে। অন্যদিকে টি-টোয়েন্টিতে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন তরুণ তারকা বাবর আজম। শুধু অধিনায়কত্বই নয়, গোটা দল থেকেই বাদ দেওয়া হল সদ্য প্রাক্তন হওয়া পাক তারকাকে।
চ্যাম্পিয়নস ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ আসন্ন অস্ট্রেলিয়া সফরে দলে নেই। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট। পাক বোর্ড জানিয়ে দিয়েছে চলতি বিশ্ব চ্যাম্পিয়শনশিপে দলকে নেতৃত্ব দেবেন আজহার আলি। আর টি-টোয়েন্টিতে আগামী বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্বে থাকবেন বাবর।
>Ehsan Mani "Sarfaraz's loss in form and confidence is visible and, in the best interest of the team, it has been decided to leave him out and provide him the opportunity to reflect and regroup himself and try to reclaim his form away from international cricket" #Cricket
— Saj Sadiq (@Saj_PakPassion) October 18, 2019
Azhar Ali "Time teaches you a lot and it's also sometimes easy for others to comment sitting outside that I am a defensive captain but it really depends on the team's combination, and that drives the way you captain the side" #Cricket
— Saj Sadiq (@Saj_PakPassion) October 18, 2019
Azhar Ali "This is an opportunity for me to leave a legacy behind. The next 4-5 years are very important for me as a player and a captain. It's my hope to leave a good legacy with my performance and character" #Cricket
— Saj Sadiq (@Saj_PakPassion) October 18, 2019
Azhar Ali "The idea is to transfer my experience and prepare players to play fearless and positive cricket and know how to cope with different challenges. Winning is important but to build the right culture in the team is my top priority" #Cricket
— Saj Sadiq (@Saj_PakPassion) October 18, 2019