এক্সপ্লোর
Advertisement
প্রয়াত পাকিস্তানের প্রথম টেস্ট দলের সদস্য ইমতিয়াজ
লাহৌর: ১৯৫২ সালের অক্টোবরে দিল্লিতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম টেস্ট দলের ইমতিয়াজ আহমেদের মৃত্যু হল। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই বুকের সংক্রমণে ভুগছিলেন। শনিবার তাঁর মৃত্যু হয়েছে।
উইকেটকিপার-ব্যাটসম্যান ইমতিয়াজ ৪১টি টেস্ট খেলেছিলেন। তিনি আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন। হাতে সব ধরনের শট ছিল। তবে পুল ও হুক শট বেশি মারতেন। টেস্টে তাঁর মোট রান ২,০৭৯। সর্বোচ্চ রান ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০৯। ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্রিজটাউন টেস্টে প্রথম উইকেট জুটিতে কিংবদন্তী হানিফ মহম্মদের সঙ্গে ১৫২ রান যোগ করেছিলেন ইমতিয়াজ। তাঁর রান ছিল ৯১। হানিফ ৯৭০ মিনিট ব্যাটিং করে ৩৩৭ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন।
এ বছরের অগাস্টে হানিফের মৃত্যু হয়েছে। ইমতিয়াজও প্রয়াত হলেন। এখন পাকিস্তানের প্রথম টেস্ট দলের একমাত্র জীবিত সদস্য ওয়াকার হাসান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
হুগলি
Advertisement