টিম ইন্ডিয়া জানে যে, পাকিস্তান ম্যাচ জেতার জন্য যাবতীয় কৌশলই ব্যবহার করবে। কিন্তু এই মহারণ রণকৌশলের থেকে অনেক বেশি হবে মস্কিষ্কের। যে দল চাপ সামলে ভালো খেলবে, তারাই জিতবে।
2/10
কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা এ ধরনের চক্রব্যূহ ভেদ করতে সক্ষম এবং এজন্য প্রস্তুতিও নিয়েছেন।
3/10
ভারতীয় ব্যাটসম্যানরা লফটেড শট খেলতে পছন্দ করেন। সেজন্যই ওই স্পট বোলিং করে ভারতীয় ব্যাটসম্যানদের বিপাকে ফেলার চেষ্টা করবেন পাক স্পিনাররা। বল শূন্যে থাকলে ব্যাটসম্যানদের আউট করার সম্ভাবনা বেশি হবে।
4/10
এর পাশাপাশি, শর্ট পিচ বোলিং করে অস্বস্তিতে ফেলার চেষ্টা করতে পারেন। তৃতীয় স্পট রয়েছে উইকেটের একেবারে সামনে। ওই স্পটে বল ফেলে অনুশীলন করতে দেখা গেল পাক স্পিনারদের।
5/10
সব পেসারই শর্ট পিচ ও গুড লেংথে বোলিংয়ের চেষ্টা করেন। এর থেকে পরিষ্কার, পাক বোলাররা কোহলিদের পুল ও হুক শট খেলতে বাধ্য করতে চান।
6/10
পাক পেসারদের প্রথমে দুই স্পটে বল ফেলার চেষ্টা করতে দেখা গেল।
7/10
ভারতীয় ব্যাটসম্যানদের ফাঁদে ফেলতে বিশেষ লেন্থে বল করার পরিকল্পনা রয়েছে পাক দলের। দেখা গিয়েছে, পিচে সাদা রঙের চিহ্ন দিয়ে সেই লেন্থে বোলিং অনুশীলন করতে দেখা দেল পাক বোলারদের।
8/10
ক্যামেরায় পাক দলের অনুশীলনের যে ছবি ধরা পড়েছে তাতে পাকিস্তানের পরিকল্পনার ছবি ফুটে উঠেছে।
9/10
এই ম্যাচের আগে ভারতীয় ব্যাটসম্যানদের জন্য বিশেষ পরিকল্পনা করছে পাকিস্তান। ম্যাচের আগেই পাকিস্তানের সেই চক্রব্যূহ রচনার কথা জানা গেল।
10/10
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ভারত-পাকিস্তান ম্যাচ। ভারতীয় সময় দুপুর তিনটেয় এই ম্যাচ শুরু হবে।