এক্সপ্লোর
Advertisement
২০২০ এশিয়া কাপের আয়োজক পাকিস্তান, ভারতের যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা
পিসিবি সূত্রে খবর, সিঙ্গাপুরে এসিসি-র বৈঠকে পাকিস্তান জানিয়েছে, তারা ঘরের মাঠেই এশিয়া কাপ আয়োজন করতে চায়।
সিঙ্গাপুর: ২০২০ সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেল পাকিস্তান। সিঙ্গাপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০ সালেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। তার আগে ২০২০ সালের সেপ্টেম্বরে টি-২০ এশিয়া কাপ হবে। তবে পাকিস্তান আয়োজক দেশ হওয়ায় ভারতের এশিয়া কাপে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্য নিজেদের দেশে এই প্রতিযোগিতা আয়োজন করবে না বলেই শোনা যাচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহীতেই এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
পিসিবি সূত্রে খবর, সিঙ্গাপুরে এসিসি-র বৈঠকে পাকিস্তান জানিয়েছে, তারা ঘরের মাঠেই এশিয়া কাপ আয়োজন করতে চায়। তবে এসিসি-র অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাকিস্তানে সেই সময় নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এশিয়া কাপের কেন্দ্র ঠিক করা হবে।
পিসিবি-র এক কর্তা জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের অবনতি হওয়ার কারণে গত বছর সংযুক্ত আরব আমিরশাহীতে এশিয়া কাপ আয়োজন করেছিল বিসিসিআই। পাকিস্তানে যদি এশিয়া কাপ আয়োজনের পরিস্থিতি না থাকে, তাহলেই নিরপেক্ষ কেন্দ্রে এই প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যাওয়া হবে।
বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘পাকিস্তানে খেলার বিষয়টি পুরোপুরি সরকারের উপর নির্ভর করছে। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তই নিক না কেন, সেটা মেনে চলবে বোর্ড। আমাদের মনে হয়, গত বছর আমরা যেভাবে সংযুক্ত আরব আমিরশাহীতে প্রতিযোগিতা আয়োজন করেছিলাম, পাকিস্তানেরও সেভাবেই নিরপেক্ষ কেন্দ্রে প্রতিযোগিতা আয়োজন করা উচিত।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement