Pakistan vs Afghanistan: আফগানিস্তান সিরিজের জন্য দল নির্বাচন স্থগিত রাখল পিসিবি
শ্রীলঙ্কার মাটিতে এই সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল ২ দলের। গত কিছুদিন ধরেই তালিবানদের আফগানিস্তান দখলের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই পরিস্থিতিতে আফগান ক্রিকেট প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছে পিসিবি।
লাহোর: আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজের জন্য দল ঘোষণা স্থগিত রাখল পিসিবি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের। শ্রীলঙ্কার মাটিতে এই সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল ২ দলের। গত কিছুদিন ধরেই তালিবানদের আফগানিস্তান দখলের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই পরিস্থিতিতে আফগান ক্রিকেট প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছে পিসিবি। শুক্রবারই আফগান ক্রিকেট বোর্ডের প্রধান জানিয়েছিলেন যে সব খেলা সূচি অনুযায়ী হবে। কিন্তু পিসিবি এখনও দল ঘোষণা স্থগিতই রেখে দিয়েছে। আগামী ৩ সেপ্টম্বর থেকে লঙ্কা দ্বীপপুঞ্জে শুরু হওয়ার কথা ২ দলের ওয়ান ডে সিরিজ।
শনিবার থেকে লাহোরে একটি প্রশিক্ষণ শিবিরও হওয়ার কথা ছিল। কিন্তু তাও স্থগিত করে দিয়েছে পিসিবি। শ্রীলঙ্কার মাটিতে নিজেদের হোম সিরিজ খেলবে আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে। সবরকমভাবে সিরিজ খেলার সুষ্ঠ প্রতিশ্রুতি পেলেই পিসিবির তরফ থেকে দল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। পিসিবির তরফে একজন জানিয়েছেন, 'আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে যদি আমাদের নিশ্চয়তা দেওয়া হয়, তবেই আমরা ক্যাম্প আয়োজিত করব ও দল ঘোষণা করব। কিন্তু সম্পূর্ণ সিরিজের পরিকল্পনা আমাদের জানাতে হবে।' আফগানিস্তান সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁদের সিনিয়র খেলােয়াড়দের বিশ্রাম দিতে পারে। সেই তালিকায় রয়েছেন অধিনায়ক বাবর আজম, মহম্মদ রিজওয়ান, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি সহ আরও অনেকে।
উল্লেখ্য, ক্রমশই পরিস্থিতি আরও জটিল হয়েছে আফগানিস্তানের। মুখে শান্তির কথা বললেও, আফগানিস্তানে তালিবানের বর্বরোচিত আচরণের একের পর এক ঘটনা দেখা যাচ্ছে। বিরোধীদের ক্ষমা করে দেওয়া, সবাইকে নিয়ে চলার কথা বলার পরেও হেরাতের কাছে বাদঘিস প্রদেশের পুলিশ বিভাগের প্রধান জেনারেল হাজি মোল্লা আচাকজাইকে নির্মমভাবে হত্যা করল তালিবান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই হত্যাকাণ্ডের ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হাত ও চোখ বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওই পুলিশ আধিকারিককে। তারপর তাঁকে গুলি করে হত্যা করা হচ্ছে।