এক্সপ্লোর
Advertisement
টিমমেটদের দুষে ট্যুইট হার্দিকের, পরে মুছে দিলেন
নয়াদিল্লি: গত রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ১৮০ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে। ব্যাট, বল ও ফিল্ডিংয়ে টিম ইন্ডিয়ার সার্বিক ব্যর্থতার দিনে কিছুটা উজ্জ্বল ছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৩৩৯ রানের পাহাড় প্রমাণ লক্ষ্য চাপিয়ে দেয় ভারতের ঘাড়ে। জবাবে ৩০.৩ ওভারে মাত্র ১৫৮ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। বল হাতে ১০ ওভারে ৫১ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর ব্যাট করতে নেমে ৪৩ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন ২৩ বছরের হার্দিক। ইনিংসে ছিল হাফডজন ছক্কা। এরপর জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান তিনি। ভারতের ক্ষীণতম আশাটুকুও বিলীন হয়ে যায়। আউট হওয়ার পর হতাশায় বেশ কিছুক্ষণ পিচেই দাঁড়িয়ে ছিলেন হার্দিক। তাঁর আউটের ক্ষেত্রে জাদেজার গলতিই সবচেয়ে বেশি। হার্দিকের কলে সাড়া দেননি জাদেজা।
এবার ম্যাচের শেষে একটি ট্যুইট করেন হার্দিক। সেখানে তিনি লেখেন- ‘হাম তো আপনো নে লুটা, গ্যায়রো মে কাহাঁ দম থা ( আমরা তো নিজেদের দোষেই ডুবলাম, অন্যদের ক্ষমতা কোথায় ছিল)’।
এই ট্যুইটের মাধ্যমে নিজের আউট নিয়ে হার্দিক অসন্তোষ প্রকাশ করেছিলেন বলে অনেকেই মনে করছেন। বিতর্কের পরিপ্রেক্ষিতে পরে ওই ট্যুইট মুছে দেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
ক্রিকেট
Advertisement