এক্সপ্লোর
হার্দিকের ইনিংসই খেলা ঘুরিয়ে দিয়েছে, বলছেন বিরাট

চেন্নাই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে অসাধারণ জয়ের কৃতিত্ব হার্দিক পাণ্ড্যকেই দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, হার্দিকের ঝোড়ো ইনিংসই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। হার্দিকের পাশাপাশি মহেন্দ্র সিংহ ধোনি ও কেদার যাদবেরও প্রশংসা করেছেন বিরাট। গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিল ভারত। কিন্তু হার্দিকের ৬৬ বলে ৮৩ এবং ধোনির ৭৯ রানের দায়িত্বশীল ইনিংসের সুবাদে ৭ উইকেটে ২৮১ রান করে ভারত। এরপর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২৬ রানে জয় পায় ভারত। এই জয়ের পর বিরাট বলেছেন, ‘আমাদের মিডল ও লোয়ার অর্ডার কতটা ভাল, তার উদাহরণ এই ম্যাচে দেখা গেল। আমরা শুরুতে উইকেট হারানোর পর এমএস ও কেদার ভাল খেলেছে। এরপর হার্দিক ও শেষে এমএস নিজের পরিচিত ভঙ্গিতে ব্যাট করেছে। হার্দিকের নিজের উপর বিশ্বাস আছে। ওর ইনিংসই খেলা ঘুরিয়ে দিয়েছে। ক্রিকেটের তিন বিভাগেই ওর সমান দক্ষতা। আমরা ভাগ্যবান যে ওকে দলে পেয়েছি।’ ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদেরও প্রশংসা করেছেন বিরাট। তিনি বলেছেন, ‘যুজবেন্দ্র (চাহাল) খুব সাহসী। ও কোনও পরিস্থিতিতেই না বলে না। ভুবি (ভুবনেশ্বর কুমার) ও (জসপ্রীত) বুমরাহও খুব ভাল বল করেছে। বৃষ্টি থামার পর আমাদের মনে হয়েছে, এটাই টি-২০ ম্যাচের সেরা আক্রমণভাগ। আমরা এর চেয়ে ভাল কম্বিনেশন পেতে পারি না।’ অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ স্বীকার করেছেন, ভারত ৮৭ রানে ৫ উইকেট হারানোর পরেও যেভাবে খেলেছে, তার সঙ্গে পাল্লা দিতে পারেননি তাঁরা। ভাল জায়গায় থেকেও তাঁরা ম্যাচ থেকে হারিয়ে গিয়েছেন। ভারত ভাল খেলে ম্যাচ জিতেছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















