Pat Cummins: গলায় বিশাল সাপ, কামিন্সের হাড় হিম করা ভিডিও দেখে কী বললেন ওয়ার্নার?
SL vs Aus: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। কামিন্স অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কও। তাঁর নেতৃত্বে প্রথম টেস্ট ১০ উইকেটে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া।

গল: তিনি বিশ্বের অন্যতম সেরা পেসার। বলের গতি দিয়ে বিশ্বের তাবড় ব্যাটারদের ঘুম কেড়ে নেন। কিন্তু সেই প্যাট কামিন্স (Pat Cummins) সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিও পোস্ট করলেন, যা দেখে হাড় হিম হওয়ার জোগাড়।
আপাতত কামিন্স রয়েছেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া (SL vs Aus)। কামিন্স অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কও। তাঁর নেতৃত্বে প্রথম টেস্ট ১০ উইকেটে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টের আগে খোশমেজাজে অজি ক্রিকেটারেরা।
কামিন্স সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে কামিন্স গলায় জড়িয়ে নিচ্ছেন এক বিশালাকায় সাপ। সেই সাপ কামিন্সের গলা পেঁচিয়ে তাঁর হাতের ওপর উঠে এসেছে। কামিন্স লিখেছেন, 'আমি কোনওদিন এভাবে সাপ দেখিনি'।
View this post on Instagram
কামিন্সের ভিডিও দেখে রসিকতা করেছেন ডেভিড ওয়ার্নার। অজি তারকা তাঁর ভিডিওর কমেন্ট বিভাগে গিয়ে লিখেছেন, 'ভাগ্যিস বিষধর ছিল না'।
শুক্রবার, ৮ জুলাই গলেই শুরু হবে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। সিরিজ বাঁচাতে হলে শ্রীলঙ্কাকে জিততেই হবে। অস্ট্রেলিয়া অবশ্য ড্র করলেও সিরিজ জয়ী হিসাবেই দেশে ফিরবে।
আরও পড়ুন: চেন্নাই, কেরলকে টেক্কা! ধোনির জন্মদিনে ৪১ ফুট কাট আউট, সঙ্গে বাইক র্যালি






















