(Source: ECI/ABP News/ABP Majha)
Pele Health Update: অস্ত্রোপচার করে পেলের শরীর থেকে বাদ দেওয়া হল টিউমার
চিকিৎসকরা জানিয়েছেন, পেলের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। মঙ্গলবার তাঁকে সাধারণ ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে।
সাও পাওলো: কিংবদন্তী ফুটবলার পেলের শরীর থেকে অস্ত্রোপচার করে বাদ দেওয়া হল টিউমার। সোমবার এই অস্ত্রোপচারের কথা জানা গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পেলের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। মঙ্গলবার তাঁকে সাধারণ ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে।
গত কয়েকদিন ধরেই ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি পেলে। এতদিন তাঁর শারীরিক অবস্থার বিষয়ে কিছু জানা যায়নি। ফলে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পেলের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা শুরু হয়। শেষপর্যন্ত সোমবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হল, ৮০ বছর বয়সি এই কিংবদন্তীর শারীরিক অবস্থা স্থিতিশীল।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সপ্তাহে পেলের শরীরে টিউমার ধরা পড়ে। তিনি হাসপাতালে রুটিন চেক আপের জন্য গিয়েছিলেন। তখনই তাঁর শারীরিক পরীক্ষায় টিউমার ধরা পড়ে। এরপর চিকিৎসকরা অস্ত্রোপচার করার পরামর্শ দেন। সেই অস্ত্রোপচার সোমবার হল।
পেলে তাঁর সোশ্যাল মিডিয়া চ্যানেলে জানিয়েছেন, ‘এই অস্ত্রোপচার অসাধারণ জয়। আমি পুরোপুরি সুস্থ আছি। ড. ফ্যাবিও ও ড. মিগুয়েলকে আমার স্বাস্থ্যের যত্ন নেওয়ার সুযোগ দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। গত শনিবার আমার ডানদিকের কোলন থেকে টিউমার বাদ দেওয়ার জন্য অস্ত্রোপচার করা হয়। গত সপ্তাহে রুটিন পরীক্ষার সময় আমার কোলনে টিউমার ধরা পড়ে। সৌভাগ্যবশত, আপনাদের সবার সঙ্গে জয় উদযাপন করা আমার অভ্যাস। আমি এই ম্যাচও হাসিমুখেই খেলব। পরিবার ও বন্ধুদের ভালবাসায় আমি আনন্দ ও ইতিবাচক মানসিকতা নিয়েই বেঁচে আছি।’
সূত্রের খবর, গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন পেলে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হলেও, ফুটবলসম্রাট নিজে সেই জল্পনা খারিজ করে দেন। সোমবার তিনি ফের জানিয়ে দিলেন, অস্ত্রোপচারের পরেও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন।
পেলের শারীরিক অবস্থা নিয়ে জল্পনার অবসান হওয়ায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর অনুরাগীরা স্বস্তিতে। এর আগে একাধিকবার পেলের শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়ায়। এবার অবশ্য তেমন কিছু হয়নি।