এক্সপ্লোর
Advertisement
ক্রিকেটাররাই সামনে থাকবে, কোচ নেপথ্যে: কুম্বলে
বেঙ্গালুরু: টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী। দলকে কম সাফল্য এনে দেননি। কিন্তু বরাবরই নেপথ্য নায়ক হয়ে থেকেছেন অনিল কুম্বলে। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, এমনকী হরভজন সিংহ বা জাভাগল শ্রীনাথরা যে প্রচার পেয়েছেন, সেটা কোনওদিনই পাননি এই লেগ স্পিনার। কোচ হওয়ার পরেও নেপথ্যেই থাকতে চাইছেন কর্ণাটকের এই দীর্ঘদেহী। নিজে পিছনের সারিতে থেকে ক্রিকেটারদের সামনে এগিয়ে দিতে চান তিনি।
কোচ হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর বৃহস্পতিবার কুম্বলে বলেছেন, ‘এই দায়িত্ব বিশাল। তবে আমি বরাবরই চ্যালেঞ্জ নিয়েছি। ভারতীয় ড্রেসিংরুমে অন্য ভূমিকায় ফিরতে পারা বড় সম্মানের বিষয়।’
ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই ভারতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন কুম্বলে। দলকে জেতানোর পরিকল্পনা তৈরি। ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করতে চান তিনি। তাঁকে যাঁরা কোচ হিসেবে বেছে নিয়েছেন, বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্য সৌরভ, সচিন, লক্ষ্মণের সঙ্গেও আলোচনায় বসতে চাইছেন কুম্বলে। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচ দ্রাবিড়ের সঙ্গেও আলোচনা করতে চান তাঁর প্রাক্তন সতীর্থ।
১৮ বছর ধরে ভারতের হয়ে খেলেছেন কুম্বলে। ফলে দীর্ঘদিন পরিবারের থেকে দূরে থাকতে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তাঁর পরিবারের লোকেরা কোচ হওয়ার বিষয়ে আপত্তি জানাননি। কুম্বলের স্ত্রী চেতনা রামতীর্থ বলেছেন, ‘আমরা অনিলকে মিস করব। তবে খুব খুশি। কারণ, ভারতীয় দল একজন কর্তব্যনিষ্ঠ কোচ পাচ্ছে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
বিনোদনের
Advertisement