প্রধানমন্ত্রীর প্রশংসা, সিন্ধুকে ১০ লক্ষ, সাইনাকে ৫ লক্ষ টাকা দিচ্ছে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন
Well played @Pvsindhu1! We are proud of your game at the @2017BWC finals. Congratulations.
— Narendra Modi (@narendramodi) August 27, 2017
প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগও নিজস্ব ভঙ্গিতে সিন্ধুর প্রশংসা করেছেন। রবিবার সিন্ধুর ম্যাচের সময়ই ভারত-শ্রীলঙ্কা একদিনের ম্যাচ চলছিল। সেই সময় ভারত ব্যাট করছিল। সে কথাই উল্লেখ করে সহবাগ বলেছেন, ভারত যখন ব্যাট করছেন, তখন ক্রিকেট ছেড়ে ব্যাডমিন্টন দেখতে বাধ্য করেছেন সিন্ধু। তিনি মাত্র ২২ বছর বয়সেই তাঁর প্রজন্মের কাছে আদর্শ হয়ে উঠেছেন।
5 Sunday's ago the Indian Women's cricket team made us hook on to our TV screens & today #Sindhu .Women,the pride of India.Proud to see this pic.twitter.com/bKfp0s2wio
— Virender Sehwag (@virendersehwag) August 27, 2017
Pusarla Venkata Sindhu - Remember the name.A role-model for a generation, aged 22.
India is proud of u @Pvsindhu1
Most breathtaking finals
— Virender Sehwag (@virendersehwag) August 27, 2017
Making India switch off from watching a cricket match while we are batting, what a joy to watch #Sindhu in full flow .Come on India !
— Virender Sehwag (@virendersehwag) August 27, 2017
টেনিস তারকা লিয়েন্ডার পেজ, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পাশাপাশি কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীও ট্যুইট করে সিন্ধুর প্রসংসা করেছেন।
Watching two of our Champions on the Podium is such a proud feeling!!#BWC2017 🇮🇳🥉🇮🇳🥈 pic.twitter.com/DDs5odSbgt
— Leander Paes (@Leander) August 27, 2017
এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পাওয়ায় সিন্ধুকে ১০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে জাতীয় ব্যাডমিন্টন সংস্থা। একইসঙ্গে ব্রোঞ্জ পাওয়া সাইনা নেহওয়ালকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
Well played PV #Sindhu. You made the country proud. Congratulations
— Office of RG (@OfficeOfRG) August 27, 2017
2015 -silver ( Jakarta -world championships) and 2017 - bronze ( Glasgow- world championships) 🙏🙏Thank u all for the love and support ☺️ pic.twitter.com/B5XZdGF5qM
— Saina Nehwal (@NSaina) August 27, 2017