Ind vs Aus: ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্য়াচ দেখতে মাঠে যাবেন মোদি-অ্যালবানিজ
PM Narendra Modi and Australian PM Anthony Albanese: আমদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ দেখবেন দুই দেশের প্রশাসনিক প্রধান।
আমদাবাদ: নিজের নামাঙ্কিত ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবং তাঁর সঙ্গেই থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ (Anthony Albanese)। আমদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ দেখবেন দুই দেশের প্রশাসনিক প্রধান।
৯ থেকে ১৩ মার্চ ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে। সেই ম্যাচেই দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও অ্যান্থনি অ্যালবানিজ (Anthony Albanese) উপস্থিত থাকবেন। এই প্রথমবার তাঁর নামাঙ্কিত স্টেডিয়ামে বসে ম্যাচ দেখবেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদি। শুক্রবার যে খবর প্রধানমন্ত্রীর দফতর থেকে নিশ্চিত করা হয়েছে।
ভারতের হার
হাতে ছিল যৎসামান্য পুঁজি। সেই সম্বলের ওপরই আস্থা রেখে ঘূর্ণির জোড়া ফলায় ছিল বেগ দেওয়ার পরিকল্পনা। কিন্তু তেমন কিছুই কার্যত হল না। মাত্র ১ উইকেট হারিয়েই হেলায় জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে গেল অস্ট্রেলিয়া (Australia)। ৯ উইকেটে ম্যাচ জিতল তারা। পাশাপাশি প্রথম দুই টেস্টে হারের পর ইনদওরে সিরিজের তৃতীয় ম্যাচে জিতে বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ভেসে রইল অজিরা। সিরিজের প্রথম দুটো টেস্টে হেরে এই টেস্টে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। যদিও ঘূর্ণি পিচে দুই ইনিংসেই ভারতীয় ব্যাটিং লাইন আপকে বিপাকে ফেলে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া।
তৃতীয় টেস্টের তৃতীয় দিনে জিততে মাত্র ৭৬ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। খেলার প্রথম ওভারেই রবিচন্দ্রন অশ্বিন উসমান খোয়াজাকে ফিরিয়ে মোক্ষম ধাক্কাও দিয়েছিলেন অজি শিবিরে। অশ্বিনের সঙ্গে অপর দিকে রবীন্দ্র জাদেজাকে বোলিংয়ে নামিয়ে জোড়া ফলার আক্রমণে গিয়েছিল ভারত। কিন্তু তাতেও কাজের কাজ আর কিছু হয়নি। ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনের দাপুটে ব্যাটিংয়ে সহজেই জয়ের কড়ি জোগড় করে নেয় অজিরা। ম্যাচ জিতে নেয় ৯ উইকেটে।
খেলার প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল ভারতীয় দলকে। মাত্র ১০৯ রানের মধ্যে গুটিয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। জবাবে শুরুটা ভাল করলেও ভারতীয় বোলারদের দাপটের জেরে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেমে গিয়েছিল ১৬৩ রানে। দ্বিতীয় দিনের শুরুতে ভারতের বোলারদের দাপটের জেরে ম্যাচে ভারত দাপটে প্রত্যাবর্তন ঘটাতে পারে বলেও প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু তেমনটা তো হয়নি-ই বরং দ্বিতীয় ইনিংসেও স্পিনিং ট্র্যাকে ফের একবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয় ভারতীয় দলকে।
চেতেশ্বর পূজারা ছাড়া সব ভারতীয় ব্যাটারই ব্যর্থ হন। ১৬৩ রানের মাথায় শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। যার জেরে টেস্ট তথা ম্যাচ জিততে মাত্র ৭৬ রান প্রয়োজন ছিল অজিদের। এক উইকেট খুইয়ে তারা সহজেই যা করে ফেলে। পাশাপাশি এই ম্যাচে জেতার জেরে আপাতত অজিদের বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির ফল ১-২। আমদাবাদে শেষ ম্যাচে হবে সিরিজের ফয়সালা। পাশাপাশি এই ম্যাচে জয়ের জেরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। যে ফাইনালে স্থান পাকা করতে শেষ টেস্টে অজিদের হারাতেই হবে ভারতকে।
আরও পড়ুন: 'মেসি, তোমার জন্য অপেক্ষা করছি' স্ত্রীর আত্মীয়ের দোকানে হামলার পর মেসিকে হুমকি পোস্টার !