এক্সপ্লোর
Advertisement
ভারতের আরও টেস্ট খেলা উচিত, মত মিতালির
নয়াদিল্লি: ভারতের মহিলা ক্রিকেট দল একদিনের আন্তর্জাতিক ও টি-২০ ফর্ম্যাটে সাফল্য পেয়েছে। দু বার একদিনের বিশ্বকাপে রানার্স হয়েছে ভারত। তবে ভারতীয় দলের অধিনায়ক মিতালি রাজের মতে, ভারতের আরও টেস্ট খেলা উচিত। তাহলেই মানসিকতা তৈরি হবে এবং দক্ষতা ও সহনশীলতা বাড়বে।
মিতালি ভারতের হয়ে ১৮ বছর ধরে খেললেও, এতদিনে তিনি মাত্র ১০টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। গত ১০ বছরে ভারত পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছে। মহিলা ক্রিকেটে অ্যাশেজ ছাড়া নিয়মিত কোনও টেস্ট সিরিজ হয় না। বিসিসিআই-ও মহিলাদের একদিনের ও টি-২০ ম্যাচ প্রচার করতে চাইছে। এতে আপত্তি নেই মিতালির। তবে তিনি চাইছেন, মহিলা ক্রিকেটেও নিয়মিত টেস্ট ম্যাচ হোক।
এবারের বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর থেকেই একের পর এক সংবর্ধনা পাচ্ছেন মিতালিরা। বিসিসিআই-এর পক্ষ থেকে ভারতীয় দলের সব সদস্যকে ৫০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। যে ১০ জন ক্রিকেটার রেলের কর্মী, তাঁদেরও আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। তাঁদের পদোন্নতিও হয়েছে। এতে খুশি মিতালি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement