Padma Award: পদ্মভূষণ সম্মান পাচ্ছেন শ্রীজেশ, পদ্মশ্রী অশ্বিন, বিজয়ন সহ ৪ ক্রীড়াবিদ
PR Sreejesh And Ravichandran Ashwin: প্রজাতন্ত্র দিবসের আগের দিন নিয়মমাফিকভাবে ঘোষিত হল পদ্ম সম্মান প্রাপকদের নাম। সেই তালিকায় রয়েছেন মোট ১৩৯ জন।

নয়াদিল্লি: পদ্ম সম্মান পাচ্ছেন ভারতীয় হকির কিংবদন্তি প্রাক্তন গোলরক্ষক পি আর শ্রীজেশ। সম্মানিত হচ্ছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। এছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার আইএম বিজয়ন। তালিকায় আরও দুজন হলেন প্যারালিম্পিয়ান হরবিন্দর সিংহ এবং প্রাক্তন কুস্তিগীর সত্যপাল সিংহ।
প্রজাতন্ত্র দিবসের আগের দিন নিয়মমাফিকভাবে ঘোষিত হল পদ্ম সম্মান প্রাপকদের নাম। সেই তালিকায় রয়েছেন মোট ১৩৯ জন। ক্রীড়া, বিনোদন, শিক্ষা, সংস্কৃতি সব বিভাগ থেকেই বিশেষ বিশেষ ব্যক্তিদের সম্মানিত করা হবে। দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ। শ্রীজেশকে সেই সম্মানেও সম্মানিত করা হল। ২০২০ টোকিও অলিম্পিক্স ও প্যারিস অলিম্পিক্সে ভারতীয় হকি দল ব্রোঞ্জ জিতেছিল। সেই দুটো সাফল্যে শ্রীজেশের অবদান ছিল বিশাল। প্যারিস অলিম্পিক্সের পরই হকিকে বিদায় জানান শ্রীজেশ। তাঁর প্রতি সম্মান জানাতে তাঁর ১৬ নম্বর জার্সি অবসরের সিদ্ধান্ত নিয়েছে হকি ইন্ডিয়া। ১৮ বছরের বর্ণময় কেরিয়ার শেষে অবশ্য এখনই ছুটিতে যেতে পারছেন না শ্রীজেশ। ২০১৪ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। ২০১৮ এশিয়াড গেমসে ব্রোঞ্জ জিতেছেন শ্রীজেশ।
অশ্বিন দেশের জার্সিতে টেস্ট ফর্ম্যাটে ৫৩৭ উইকেট নিয়েছেন। অনিল কুম্বলের পর দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি এখন অশ্বিন। গত বর্ডার গাওস্কর ট্রফি চলার ফাঁকেই হঠাৎ করে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন অশ্বিন।
ভারতীয় ফুটবলে কালো হরিণ বলে পরিচিত ছিলেন আইএম বিজয়ন। ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ২২ বছর আগে। এরপর বিজয়নকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে। দেশের জার্সিতে ২৯ গোল করেছিলেন।
কারা পদ্ম সম্মানে সম্মানিত হয়েছেন দেখে নিন-
পদ্ম-বিভূষণ
১. দুভ্বুর নাগেশ্বর রেড্ডি
২. অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী জগদীশ সিং খেহর
৩. কুমুদিনী রজনীকান্ত লাখিয়া
৪. লক্ষ্মীনারায়ণ সুব্রমনিয়াম
৫. এমটি বাসুদেবন নায়ের (মরণোত্তর)
৬. ওসামু সুজুকি (মরণোত্তর)
৭. শার্দা সিনহা (মরণোত্তর)
পদ্ম-ভূষণ
১. এ সূর্য প্রকাশ
২. অনন্ত নাগ
৩. বিবেক দেবরায় (মরণোত্তর)
৪. যতীন গোস্বামী
৫. জোশ চাকো পেরিয়াপ্পুরম
৬. কৈলাশ নাথ দীক্ষিত
৭. মনোহর জোশি (মরণোত্তর)
৮. নল্লি কুপ্পুস্বামী ছেট্টি
৯. নন্দমুরি বালাকৃষ্ণ
১০. পিআর শ্রীজেশ
১১. পঙ্কজ পটেল
১২. পঙ্কজ উদাস (মরণোত্তর)
১৩. রামবাহাদুর রায়
১৪. সাধ্বী ঋতমভরা
১৫. এস অজিত কুমার
১৬. শেখর কাপুর
১৭. শোভনা চন্দ্রকুমার
১৮. সুশীল কুমার মোদি (মরণোত্তর)
১৯. বিনোদ ধাম
পদ্মশ্রী-
অদ্বৈত চরণ গডানায়ক
অচ্যুত রামচন্দ্র পলব
অজয় ভি ভট্ট
অনিল কুমাপ বোরো
অরিজিৎ সিংহ
অরুন্ধতী ভট্টাচার্য
অরুণোদয় সাহা
অরবিন্দ শর্মা
অশোক কুমার মহাপাত্র
অশোক লক্ষণ শরফ
আশুতোষ শর্মা
অশ্বিনী ভিণ্ডে দেশপাণ্ডে
বৈজনাথ মহারাজ
ব্যারি গডফ্রে জন
বেগম বাতুল
ভরত গুপ্ত
ভেরু সিংহ চৌহান
ভীম সিংহ ভবেশ
ভীমা দোদ্দাবলাপ্পা শ্রীলেকইয়াথারা
বুধেন্দ্র কুমার জৈন
সি এস বৈদ্যনাথন
চৈত্রম দেওচাঁদ পাওয়ার
চন্দ্রকান্ত শেঠ (মরণোত্তর)
চন্দ্রকান্ত সোমপুরা
চেতন ই চিটনিস
ডেভিড আর সিমেলিহ
দুর্গা চরণ রণবীর
ফারুক আহমদ মীর
গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড়
গীতা উপাধ্যায়
গোকুল চন্দ্র দাস
গুরুভায়ুর দোরাই
হরচন্দন সিং ভাট্টি
হরিমান শর্মা
হরজিন্দর সিং শ্রীনগর ওয়ালে
হরবিন্দর সিং
হাসান রঘু
হেমন্ত কুমার
হৃদয় নারায়ণ দীক্ষিত
হিউ এবং কলিন গ্যান্টজার (মরণোত্তর)
ইনিভালপ্পিল মানি বিজয়ন
জগদীশ জোশিলা
জসপিন্দর নরুলা
জোনাস ম্যাসেটি
জয়নাচরণ বাথারি
জুমদে ইয়োমগাম গামলিন
কে. দামোদরন
কে এল কৃষ্ণ
কে ওমানকুট্টি আম্মা
কিশোর কুনাল (মরণোত্তর)
এল হ্যাংথিং
লক্ষ্মীপতি রামাসুবাইয়ের
ললিত কুমার মঙ্গোত্র
লামা লবজাং (মরণোত্তর)
লিবিয়া লোবো সরদেশাই
এমডি শ্রীনিবাস
মাদুগুলা নাগাফনি শর্মা
মহাবীর নায়ক
মমতা শঙ্কর
মন্দা কৃষ্ণ মাদিগা
মারুতি ভুজংরাও চিতামপল্লী
মিরিয়ালা আপারাও (মরণোত্তর)
নগেন্দ্র নাথ রায়
নারায়ণ (ভুলাই ভাই) (মরণোত্তর)
নরেন গুরুং
নীরজা ভাটলা
নির্মলা দেবী
নীতিন নহরিয়া
ওঙ্কার সিং পাহওয়া
পি দ্যাচানামূর্তি
পাণ্ডী রাম মাণ্ডবী
পারমার লাভজিভাই নাগজিভাই
পবন গোয়েঙ্কা
প্রশান্ত প্রকাশ
প্রতিভা শতপথি
পুরিসাই কান্নাপা সম্বন্ধন
আর অশ্বিন
আরজি চন্দ্রমোগন
রাধাবাহিন ভট্ট
রাধাকৃষ্ণন দেবসেনাপতি
রামদর্শ মিশ্র
রণেন্দ্র ভানু মজুমদার
রতন কুমার পরীমু
রেবা কান্ত মহন্ত
রেন্থলেই লালরওনা
রিকি জ্ঞান কেজ
সজ্জন ভজনকা
স্যালি হোলকার
সন্ত রাম দেশওয়াল
সত্যপাল সিং
সেনি বিশ্বনাথন
সেতুরামন পঞ্চনাথন
শেখা শায়খা আলী আল-জাবের আল-সাবাহ
শিন কাফ নিজাম (শিব কিষাণ বিসা)
শ্যাম বিহারী আগরওয়াল
সোনিয়া নিত্যানন্দ
স্টিফেন ন্যাপ
সুভাষ খেতুলাল শর্মা
সুরেশ হরিলাল সোনি
সুরিন্দর কুমার ভাসল
স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ)
সৈয়দ আইনু হাসান
তেজেন্দ্র নারায়ণ মজুমদার
থিয়াম সূর্যমুখী দেবী
তুষার দুর্গেশভাই শুক্লা
বদিরাজ রাঘবেন্দ্রচার্য পঞ্চমুখী
বাসুদেও কামাথ
ভেলু আসান
ভেঙ্কাপ্পা আম্বাজি সুগাতেকর
বিজয় নিত্যানন্দ সুরীশ্বর জি মহারাজ
বিজয়লক্ষ্মী দেশমনে
বিলাস ডাংরে
বিনায়ক লোহানী
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
