Premier League: আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় ম্যান ইউয়ের
Manchester United Beat Arsenal: কিন্তু এরপর থেকেই বিজয়রথ ছুটছে। অন্যদিকে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এটাই প্রথম হার আর্সেনালের। ম্যাচের ৩৫ মিনিটে এগিয়ে যায় ম্যান ইউ।
ওল্ড ট্র্যাফোর্ড: প্রিমিয়ার লিগে দুরন্ত জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। আর্সেনালের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল রেড ডেভিলসরা। চলতি মরসুমে প্রথম ২ ম্যাচে হারতে হয়েছিল রোনাল্ডোর দলকে। কিন্তু এরপর থেকেই বিজয়রথ ছুটছে। অন্যদিকে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এটাই প্রথম হার আর্সেনালের।
ম্যাচের শুরুতে ৩৫ মিনিটের মাথায় এদিন প্রথমে এগিয়ে যায় ম্যান ইউ। তাঁদের হয়ে গোল করেন অ্যান্টোনি। এই মরসুমেই ইংল্যান্ডের ক্লাবে যোগ দিয়েছেন। আর প্রথ ম্যাচেই গোলের মুখ দেখতে পান অ্য়ান্টোনি। প্রথমার্ধে এরপর আর কেউ গোল করতে পারেনি। আর্সেনালও গোল পায়নি। তবে দ্বিতীয়ার্ধে খেলায় সমতা ফেরায় তাঁরা। খেলার ৬০ মিনিটের মাথায় বুকায়ো সাকার গোলে ম্যাচে সমতা ফেরায় আর্সেনাল।
তবে তা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ম্যান ইউয়ের তারকা ফুটবলার মার্কাস র্যাশফোর্ড। তিনি পরপর ২টো গোল করেন। খেলার ৬৬ মিনিটের মাথায় র্যাশফোর্ড তাঁর প্রথম গোলটি করেন ম্যাচের। এরপর ৭৫ মিনিটের মাথায় ফের গোল করেন তিনি। এই ধাক্কা সামলে আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি আর্সেনাল।
এদিন ম্যাচের শুরু থেকে রোনাল্ডোকে খেলাননি কোচ। পরে যদিও মাঠে নেমেছিল তিনি। যদিও এদিন গোল করতে পারেননি সি আর সেভেন।
ম্যান ইউয়ের হয়ে অভিষেক হওয়া অ্যান্টোনি ম্যাচের পর বলেন, ''আর্সেনালের মতো বড় দলের বিরুদ্ধে গোল করার একটা আলাদা অনুভূতি রয়েছে। ওরা মরসুমটা দারুণ ভাবে শুরু করেছে। ফলে আমাদের তরফ থেকেও এমন একটা আঘাতের প্রয়োজন ছিল। আশা করি, এই জয়ের পরে সমর্থকেরা আমাদের উপরে আস্থা রাখতে পারবেন।''
খেলা শেষে ম্যান ইউ কোচ টেন হ্যাগ বলছেন, ''আর্সেনালের মতো দলকে হারিয়ে আমি রীতিমতো উল্লসিত। মরসুমের শুরু থেকে দলের থেকে এই লড়াকু মানসিকতাই দেখতে চেয়েছি। ফুটবলাররা প্রমাণ করে দিয়েছে, পিছিয়ে থাকার অর্থ ম্যাচ থেকে ছিটকে যাওয়া নয়। বরং পাল্টা শক্তি নিয়ে আক্রমণে ফিরতে পারলে সাফল্য আসবেই।''
মার্কাস র্যাশফোর্ডের পারফরম্যান্স প্রসঙ্গে রেড ডেভিলসদের কোচ বলেন, ''ওরা সেরা ম্যাচ উপহার দিয়েছে। বিশেষ করে, অ্যান্টনি অভিষেক ম্যাচ এত হালকা মেজাজে খেলেছে, যা আমাকে মুগ্ধ করে দিয়েছে। ও খুব দ্রুত মানিয়ে নিয়েছে র্যাশফোর্ডের সঙ্গে। সেটা আমার কাছে দারুণ এক প্রাপ্তি।''
উল্লেখ্য়, ৬ ম্যাচে ম্যান ইউয়ের পয়েন্ট এই মুহূর্তে ১২। তারা পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছে।